• বেহাল স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের জন্য ৪০ লক্ষেরও বেশি বরাদ্দ রাজ্যের
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের আমগাছিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই অবস্থাতেই চলছে সাধারণ মানুষের চিকিৎসা। এটি সংস্কারের দাবি তুলেছিলেন রোগী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলেই। অবশেষে তাতে সাড়া দিল প্রশাসন। স্বাস্থ্যকেন্দ্র মেরামতির জন্য ইতিমধ্যেই স্বাস্থ্যদপ্তর ৪০ লক্ষ ৭৮ হাজার ৯৭০ টাকা বরাদ্দ করেছে বলে জানা গিয়েছে।

    এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বহির্বিভাগ রয়েছে। আমগাছিয়া ছাড়াও আশপাশের বেশ কিছু গ্রামের মানুষ এখানে আসেন ডাক্তার দেখাতে। সূত্রের খবর, গত চার বছর ধরে এটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোথাও খসে পড়েছে পলেস্তারা, কোথাও ভঙ্গুর অবস্থায় দরজা-জানালা। এই অবস্থায় সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়াই দায় হয়ে পড়েছিল স্বাস্থ্যকর্মী থেকে ডাক্তারদের। শেষমেশ এটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কত খরচ হতে পারে, তার আনুমানিক হিসেব কষে তা পাঠানো হয়েছিল স্বাস্থ্যদপ্তরে। জানা গিয়েছে, কিছুদিন আগেই সেই টাকা মঞ্জুর করেছে সরকার। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক ডাঃ মুক্তিসাধন মাইতি বলেন, পিডব্লুডি সংস্কারের কাজ শেষ করলে একেবারে নতুন রূপে পাওয়া যাবে এই স্বাস্থ্যকেন্দ্রকে।
  • Link to this news (বর্তমান)