• মাদ্রাসার নির্বাচনে জয়লাভ তৃণমূলের
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: মাদ্রাসার নির্বাচনে জিতল তৃণমূল কংগ্রেস। রবিবার কাকদ্বীপ থানার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষীপুর পুনাশাহ মোস্তানিয়া হাই মাদ্রাসার নির্বাচন ছিল। এখানে মোট ছয়টি আসন। তৃণমূলের ছ’জন সহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদিন রাতে গণনার পরে দেখা যায়, সব আসনেই তৃণমূল জিতে গিয়েছে। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান বাণেশ্বর দাস বলেন, তৃণমূলের উন্নয়নে এই এলাকার বাসিন্দারা খুশি হয়েছিলেন। তারই প্রতিচ্ছবি এই নির্বাচনে পড়েছে। বিরোধীরা একটি আসনেও জয়লাভ করতে পারেনি।
  • Link to this news (বর্তমান)