• সাতদিন পরেও টিটাগড়ের কোনও রাস্তা থেকেই সরলেন না হকাররা
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সাতদিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কোনও দোকানদার টিটাগড় স্টেশন রোড, আর কে দেব রোড, এস বি পথ রোড, এম জি রোড, এ পি দেবী রোডের দখল ছাড়েননি। কোথাও জিন্সের প্যান্ট, কোথাও রেডিমেড পোশাক, কোথাও জুতো বা বেল্ট, কোথাও আবার সানগ্লাস বিক্রি হচ্ছে রাস্তা জুড়ে। জিসি ঘোষ রোড ধরে ১০ নম্বর রেলগেট পার করে স্টেশন রোডে গাড়ি নিয়ে যাতায়াতের কোনও উপায় নেই। দীর্ঘ যানজট। সাধারণ মানুষের হাঁটার জন্য ফুটপাত বলে কিছুই নেই। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত দখল হয়ে গিয়েছে। স্টেশন রোড আর বি টি রোডের সংযোগকারী রাস্তায় যেভাবে গুমটি ঘর করে দোকানদারি চলছে, তাতে যাতায়াত করা খুব মুশকিল। অনিয়মটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

    এমনকী টিটাগড় বাজারের ভিতরেও গাড়ি নিয়ে যাতায়াত করা দুঃসহ ব্যাপার। সোনা, রুপো, মুদি, জামাকাপড়ের আলাদা বাজার রয়েছে। এই বাজারেও যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। সমস্ত বড় বড় দোকানের সামনে ডালা পেতে বসে আছেন দোকানদাররা। এম জি রোডের এক বাসিন্দা সোমবার বলেন, যেভাবে হকাররা দোকানের সামনে ফুটপাত এবং রাস্তার অনেকটা অংশ দখল করে রেখেছেন, তাতে বাড়িতে কেউ গাড়ি নিয়ে আসতে পারেন না। ট্যাক্সি বা ক্যাব ধরতে গেলে বিটি রোডে যেতে হয়। অ্যাম্বুলেন্সও ঢোকার উপায় নেই। একদিকে অটো-টোটো, তার সঙ্গে মোটরবাইকের দাপট। অপরদিকে ক্রেতাদের ভিড়ে তীব্র সমস্যায় এলাকার বাসিন্দারা। 

    পুরসভার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, সবাইকে সতর্ক করা হয়েছে। রাস্তা, ফুটপাত ছেড়ে ব্যবসা করতে বলা হয়েছে। না সরালে পুরসভা উচ্ছেদ করতে বাধ্য হবে। তবে হকারদের অনুরোধ, পুজোর আগে যেন উচ্ছেদ না হয়। সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এখন দেখার প্রশাসন কী সিদ্ধান্ত নেয়।
  • Link to this news (বর্তমান)