• হাড়োয়ায় আক্রান্ত এক বিজেপি কর্মী
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর পঞ্চায়েত এলাকায় সোমবার আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজের মতো এদিন দুপুরেও ওই বিজেপি কর্মী শুভজিৎ দাস পার্টির কাজ করে বাড়ি ফেরেন। কিন্তু এরপর বেশ কিছু দুষ্কৃতী বাড়িতে ঢুকে তাঁকে হুমকি দেন ও মারধর করেন। স্থানীয় বাসিন্দারাই  গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

    আহত যুবকের মা ছায়া দাস বলেন, আচমকাই কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে আমার ছেলেকে মারধর শুরু করেন। যাওয়ার সময় হুমকিও দিয়ে যান যে, এই বিষয়ে কাউকে জানালে ফল ভালো হবে না। খবর পেয়ে বসিরহাট জেলার বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য আহতের বাড়িতে যান। পরে হাড়োয়া থানায় গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। সুকল্যাণবাবু বলেন, রাজনৈতিকভাবে না পেরে দুষ্কৃতীদের দিয়ে ভয় দেখিয়ে আমাদের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে তৃণমূল। তবে এইভাবে আমাদের আন্দোলন দমানো যাবে না। অন্যদিকে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)