প্রতিবেশীকে বাবা সাজিয়ে সুন্দরবনে বসবাস বাংলাদেশির
বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বসিরহাট: সুন্দরবনে দীর্ঘদিন ধরে বসবাস করা এক বাংলাদেশির হদিশ মিলল। জানা গিয়েছে, প্রতিবেশী এক ব্যক্তিকে বাবা সাজিয়ে এতদিন ধরে বাস করছিলেন বাংলাদেশের শোলখালি এলাকার ওই বাসিন্দা। এলাকাবাসীদের দাবি, ওই বাংলাদেশি করিম গাজি কয়েক বছর আগেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে হিঙ্গলগঞ্জের ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি এলাকায় প্রবেশ করেন। সেখানে রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে এলাকার বাসিন্দা সিদ্দিক গাজি নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ২৪১ নম্বর বুথে ভোটার কার্ডও তৈরি করে ফেলেন। তবে সিদ্দিক গাজির অবশ্য দাবি, তাঁর ভোটার কার্ড কোনওভাবে জোগাড় করে করিম গাজি নিজের ভোটার কার্ড বানিয়েছেন। তিনি এইসবের কিছুই জানতেন না। জানার পর ভোটার লিস্ট থেকে করিম গাজির নাম বাদ দেওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় জানিয়েছেন। তবুও করিমের নাম বাদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁর। এদিন ওই বাংলাদেশির বাড়িতে গেলে তাঁর দেখা পাওয়া যায়নি। ফোনেও যোগাযোগ করা যায়নি। এনিয়ে তৃণমূল কংগ্রেসের হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজি বলেন, বিষয়টি খোঁজখবর করে দেখব।