• মা ও শিক্ষকের বকুনি, সাসারাম থেকে উদ্ধার টিটাগড়ের কিশোর
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পড়াশোনা ঠিক মতো না করায় মা আর বাড়ির শিক্ষক বকুনি দিয়েছিলেন। তাতে অভিমান করে ১২ বছরের ছেলে বাড়ি ছেড়ে চলে গেল বিহারের সাসারামে। টিটাগড়ের এম জি রোডের বাসিন্দা সে। ঠিকভাবে হোমওয়ার্ক না করায় স্কুল থেকে বাড়িতে বিষয়টি জানানো হয়। বাড়িতে মা এনিয়ে বকাবকি করেন। এরপরে প্রাইভেট শিক্ষকও একটু বকেন। এরপরই সে নিরুদ্দেশ হয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয় কাউন্সিলার ওমপ্রকাশ সাউ সহ এলাকাবাসীরা বিস্তর খোঁজাখুঁজি করলেও কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে রবিবার সকালে বিহারের ভাবুয়া স্টেশন এলাকার বাসিন্দা এক শিক্ষক ব্রিজকিশোর তিওয়ারি তাকে একটি মন্দিরের সামনে কাঁদতে দেখেন। তাকে নিয়ে গিয়ে তিনি খাবার খাওয়ান। কিশোর একটু শান্ত হওয়ার পর জানায়, সে পশ্চিমবঙ্গের টিটাগড়ের বাসিন্দা। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গেই ফোন নম্বর নিয়ে ভিডিও কলে কিশোরের মায়ের সঙ্গে  কথা বলেন ওই শিক্ষক। কিশোরের মা এদিন বলেন, একটু বকুনির জন্য যে ছেলে এইভাবে চলে যাবে, তা ভাবতেই পারছি না। একজন ভালো মানুষের হাতে পড়েছে বলে রক্ষে। আমার ভাই গিয়েছে ছেলেকে আনতে। ওই কিশোরকে খুঁজে পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ দেন কাউন্সিলার ওমপ্রকাশ সাউ।
  • Link to this news (বর্তমান)