• সাইবার প্রতারণায় খোয়ানো টাকার অর্ধেক ফেরাল বারাসত পুলিস
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বেশ কিছুমাস ধরে একাধিক সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল বারাসত থানায়। তদন্ত নেমে সেইসব প্রতারণায় খোয়ানো টাকার অর্ধেক ফেরাল পুলিস। সোমবার ‘পুলিস দিবসে’ উপভোক্তাদের হাতে টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি বাইক ও মোবাইলও ফেরাল পুলিস।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, পুরীর হোটেল বুকিংয়ের জন্য বারাসতের রাহুল বিষ্ণু ৯৭ হাজার ৯৮৫ টাকা খোয়ান। বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে পুলিস সব টাকাই ফিরিয়ে দেয়। এছাড়া, অসীম সাহা নামে এক ব্যক্তি অনলাইনে শেয়ার ট্রেডিংয়ের নামে প্রতারণায় ৪ লক্ষ ৯৮ হাজার টাকা খুইয়েছিলেন। তার মধ্যে পুলিস ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে। অন্যদিকে রোহিত বিশ্বাসও ট্রেডিংয়ের নামে ৫ লক্ষ ৮৪ হাজার ৬৪৬ টাকা খুইয়েছেন। এর মধ্যে মাত্র ১ লক্ষ ৬৬ হাজার ২৯৪ টাকা উদ্ধার হয়েছে। সেই টাকাও এদিন ফিরিয়ে দেয় পুলিস।

    অন্যদিকে, পুলিস ডে উপলক্ষ্যে বারাসত দোলতলা পুলিস লাইনের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় সাংবাদিক ও পুলিসের মধ্যে। পুলিসের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে সাংবাদিক একাদশ। দুই টিমের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিয়েছেন বারাসত পুলিস জেলার পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া।
  • Link to this news (বর্তমান)