দুর্ঘটনা ঘিরে দুষ্কৃতী তাণ্ডব, চার রাউন্ড গুলি চলার অভিযোগ
বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করায় মুচিপাড়া থানা এলাকার প্রেম চাঁদ বড়াল স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণির সংযোগস্থলে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠেছে। শনিবার ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা ভয় দেখাতে শূন্যে চার রাউন্ড গুলি চালিয়েছে। যদিও পুলিসের দাবি, গুলি চলেছে এমন কোনও প্রমাণ পাওযা যায়নি। ঘটনাস্থল থেকে খালি কার্তুজের খোল মেলেনি।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর টারটে নাগাদ প্রেম চাঁদ বড়াল স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণির সংযোগস্থল দিয়ে দ্রুতগতিতে একটি গাড়ি যাচ্ছিল। ওই এলাকায় গাড়িটি দুর্ঘটনা ঘটায়। স্থানীয় বাসিন্দারা গাড়িটি ধরে ফেলেন। তাঁদের সঙ্গে গাড়িতে থাকা যুবকদের গোলমাল বাঁধে। গাড়িতে থেকে তারা নেমে এসে হাতাহাতি শুরু করে দেয় স্থানীয়দের সঙ্গে। এলাকাবাসীর দাবি, গাড়িতে থাকা দুষ্কৃতীরা সকলেই বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িত। কোনওক্রমে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা জানতে পারেন, গাড়িতে থাকা যুবকরা নারকেলডাঙা এলাকার ছেলে। কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় বাইকে চড়ে হাজির হয় দুই যুবক। স্থানীয়রা পুলিসকে দেওয়া অভিযোগপত্রে জানিয়েছেন, তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। এলাকাবাসীকে ভয় দেখাতে তারা শূন্যে চার রাউন্ড গুলি ছোঁড়ে। এরপর বাইক নিয়ে পালায়। দুর্ঘটনা ঘটানো গাড়ি ও বাইক চালকের ছবি ধরা পড়েছে এলাকার সিসি ক্যামেরায়। এলাকার কাউন্সিলার বিশ্বরূপ দে জানিয়েছেন, শনিবার ঘটনা ঘটলেও, সোমবার বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকাবাসী আতঙ্কে রয়েছে। তবে এই দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁরাও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মুচিপাড়া থানা ঘেরাও হয় সোমবার বিকেলে। পুলিসের তরফে দাবি করা হয়েছে, দুষ্কৃতীরা গোলমাল পাকিয়েছে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যে কারণে অস্ত্র আইনে মামলাও হয়েছে। কিন্তু গুলি চলেছে, এমন প্রমাণ তারা এখনও পায়নি। সিসি ক্যামেরা দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের খোঁজ চলছে।