• বিধান ভবনে হামলা: পলাতক বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে ধৃত
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার পর ৭২ ঘণ্টা কেটে গেলেও, বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করতে ব্যর্থ কলকাতা পুলিস।  তবে রবিবার  তাঁর ছেলে শিবম সিংকে  গ্রেপ্তার করেছে পুলিস।  পুলিসের দাবি, শুক্রবার প্রদেশ কংগ্রেস সদর দপ্তর বিধান ভবনে হামলার সময়  বিজেপি নেতা রাকেশ সিং যে গাড়িটি ব্যবহার করেছিলেন, সেই গাড়িটি শিবমের নামে রয়েছে। পাশাপাশি পলাতক রাকেশকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হচ্ছে শিবমের বিরুদ্ধে।

    খোদ কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা পলাতক বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করতে তৎপর হন।  কিন্তু তারপরও সাফল্য মেলেনি। উল্টে গোপন ডেরা থেকে রাকেশ প্রথমে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তায় পুলিস কমিশনারকে সরাসরি তোপ দাগায়, অস্বস্তি বেড়েছে লালবাজারের।  

    উল্লেখ্য, বিহারে রাহুল গান্ধীর এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পরিবারকে কটুক্তি করার অভিযোগে শুক্রবার দুপুরে এন্টালিতে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে রাকেশের নেতৃত্বে হামলা চালায় একদল বিজেপি কর্মী-সমর্থক। হামলার সময় ওই দপ্তরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পোস্টারে কালি লাগানোর পাশাপাশি যথেচ্ছ পরিমানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনার জেরে রাকেশের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা করেছে পুলিস। এদিকে, ধৃত শিবম সিংকে সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে হাজির করানো হলে, আদালত তাকে একদিনের পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
  • Link to this news (বর্তমান)