ডোমকলের একটি কলেজের ওয়েবসাইটে কোনও একটি বিষয়ের বিভাগীয় প্রধান হিসেবে রয়েছে তাঁর নাম, পরিচয়। সেখানে শিক্ষক হিসেবে উৎকর্ষ বিন্দু স্পর্শের অঙ্গীকার করেছেন তিনি। এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায় সেই কলেজ শিক্ষকেরও নাম রয়েছে।
বিষয়টি সামনে আসার পরে ওই শিক্ষকের ফেসবুক প্রোফাইলটি অদৃশ্য। শিক্ষক, গবেষক মহলের চর্চা, ওই দাগি স্কুল শিক্ষক একদা রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন। ওই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি এমএ, পিএইচ ডি করেন। আবার কলেজে শিক্ষকতার সেট পরীক্ষার সময়ে ওই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রেই তাঁর আসন নির্দিষ্ট হয় বলে অভিযোগ। নানা মহলে তাঁর কলেজে শিক্ষকতার চাকরি লাভের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বলেন, “আমি ২০২১ সালে কলেজে এসেছি। এই শিক্ষকের বিষয়ে বেশি কিছু জানা নেই।” বার বার চেষ্টা করেও ওই শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায় নি।