• পরীক্ষা দেবেন না, এখনও অনড় চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকেরা
    আনন্দবাজার | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী রবিবার। কিন্তু এখনও পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তেই অনড় এসএসসি-র তালিকাভুক্ত যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। সোমবার তাঁদের একটি দল গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে স্মারকলিপি দিতে। অন্য একটি দল গিয়েছিল বিধানসভায়।

    যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের মঞ্চের তরফে এ দিন এসএসসি দফতর অভিযান করা হয়। বেলা ১২টা থেকে সল্টলেকের করুণাময়ী থেকে এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসএসসি-র তালিকাভুক্ত, যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। সুমন বলেন, ‘‘আমাদের দাবি, এসএসসি-কে তাদের ওয়েবসাইটে যোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যদের স্কুলে পুনর্বহাল করতে হবে।’’ এ দিন করুণাময়ী থেকে এসএসসি দফতরে এসে তাঁরা কিছু ক্ষণ অবস্থান করেন। এর পরে বিকেলে ছ’জনের প্রতিনিধিদল এসএসসি অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

    এর আগের বার চাকরিহারা শিক্ষকদের এসএসসি দফতর অভিযান শুরুর আগেই তাঁদের ধরপাকড় করে বিধাননগর পুলিশ। সুমনের অভিযোগ, এ দিনও তাঁরা করুণাময়ীতে আসতেই পুলিশ আটক করার চেষ্টা করে। তাঁদের ধরতে পুলিশ মেট্রো স্টেশনেও পৌঁছে যায়। যদিও শেষ পর্যন্ত তারা কাউকে ধরতে পারেনি। কারণ, চাকরিহারা শিক্ষকেরা হাই কোর্টের অনুমতি নিয়েই এই অভিযান করেছেন।

    অন্য দিকে, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারা শিক্ষকেরা এ দিন বিধানসভার বাইরে বিরোধী বিধায়কদের কাছে নিজেদের দাবির কথা জানান। সঙ্গীতা সাহা নামে এক চাকরিহারা শিক্ষিকা জানালেন, তাঁরা যে হেতু এসএসসি-র তালিকাভুক্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা, তাই তাঁরা চান, তাঁদের দ্রুত পুনর্বহাল করা হোক। এই পুনর্বহালের বিষয়ে সরকার এবং বিরোধী দলগুলি ঐকমত্য হয়ে অর্ডিন্যান্স জারি করে বিল পাশ করাক। তাঁরা চান, বিধানসভায় যেন এই বিষয়টি নিয়ে অন্তত আধ ঘণ্টা আলোচনা হয়। তাঁদের দাবি মতো বিল যাতে পাশ হয়, সে জন্য সেটির একটি প্রতিলিপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁরা দিয়েছেন।
  • Link to this news (আনন্দবাজার)