• Breaking News LIVE: খাস কলকাতায় দুষ্কৃতী তান্ডব, গ্রেপ্তার ২
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • খাস কলকাতায় দুষ্কৃতী তান্ডব। সূত্রের খবর, আয়ূষ কুমার ঝা এবং পিয়ূষ গুপ্তা নামে দুজন অভিযুক্তকে পুলিশ সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ বাবুগাট বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ উদ্ধার করেছে।

    সোমবারের পর মঙ্গলবারও মার্কেট খুলতেই স্বস্তি। শুরুতেই গতি দেখা গেল বাজারে। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ৭০ পয়েন্টের মতো উঠেছে নিফটি ৫০। ওই একই সময়ে ২১৭ পয়েন্ট মতো উঠেছে সেনসেক্স। গতি দেখা গিয়েছে ব্যাঙ্ক নিফটিতে।

    আজ অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের জন্মদিন। মঙ্গলবার এক্স হ্যান্ডলে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পবনের দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করেছেন।

    ঝাড়গ্রামের পরে এ বার পশ্চিম মেদিনীপুর। হাতির পালকে তাক করে আগুনের গোলা ছোড়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) হওয়ার পরেই নড়েচড়ে বসে বনদপ্তর। ঘটনায় ইতিমধ্যেই চার জনকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বনদপ্তর।

    সোমবার সন্ধ্যায় বিশেষ করে দিল্লি এবং সংলগ্ন গুরুগ্রামে ভারী বৃষ্টিপাতের ফলে যমুনা নদীর তীরবর্তী এলাকায় দিল্লি সরকার সতর্কতা জারি করেছিল। মঙ্গলবারে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ দিন সকাল ৬টায় যমুনা নদীর জলস্তর আরও বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, যমুনার জল ২০৫.৬৮ মিটার বিপদসীমা অতিক্রম করে গিয়েছে। আজ বিকেল ৫টার পরে জলস্তর আরও বাড়তে পারে বলে জানিয়েছে দিল্লি সরকার।

    উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত মঙ্গলবার নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এর প্রভাবে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গের তিনটি জেলা বাদে বাকি সব জেলাতেই ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালের পর থেকে সরবে নিম্নচাপ, ফলে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ।

    হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচকে রয়েছে হলদিয়া গেট। সেই গেটটি দুর্বল হয়ে পড়েছে। যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। তাই ওই গেটের সংস্কারের জন্য জাতীয় সড়ক বন্ধ রাখার নির্দেশিকা প্রকাশ করেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর, বুধবার রাত ৮টা থেকে ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কাপাসএড়িয়া থেকে ব্রজলালচকমোড় (NH-116) পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

  • Link to this news (এই সময়)