• ‘‌ট্রাম্পিয়’‌ ‌শুল্ক বাড়তেই ভারতে বেড়েছে সোনার দাম, চলছে এদেশে সোনা পাচারের ছক, বিপুল পরিমাণ সোনা–সহ গ্রেপ্তার দুই...
    আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষের সমস্ত পণ্যের উপর আমেরিকার ট্রাম্প সরকার ৫০ শতাংশ শুল্ক বসানোর পর  প্রত্যেকদিন দেশজুড়ে বেড়ে চলেছে সোনার দাম। 

    পশ্চিমবঙ্গের বাজারে ইতিমধ্যেই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম জিএসটি বাদ দিয়ে ১ লক্ষ ৪ হাজার টাকা ছুঁয়েছে। স্বর্ণ বিক্রেতারা আশঙ্কা করছেন সোনার দাম আগামী উৎসবের মরশুমে আরও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। 

    ভারতের বাজারে সোনার দাম আকাশ ছুঁতে শুরু করার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনা পাচার করতে গিয়ে সোমবার বিকেলে মুর্শিদাবাদের রানীনগর থানার  পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই ব্যক্তি। 

    এদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ রাজানগর কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে শিবনাথ মণ্ডল এবং লালন মণ্ডল নামে দুই ব্যক্তিকে দশটি সোনার বিস্কুট–সহ গ্রেপ্তার করেছে। সোনার বিস্কুটগুলোর মোট ওজন ১১৬৬.৭ গ্রাম। এসডিপিও ডোমকল শুভম বাজাজ বলেন, ‘‌উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলোর বাজার মূল্য আজকের দিনে ১ কোটি ২৩ লক্ষ টাকা।’‌ 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার বিকালে রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় স্থানীয় রাজানগর গ্রামের বাসিন্দা শিবনাথ মণ্ডল এবং সাগরপাড়া থানার অন্তর্গত নতুন বামনাবাদ বাসিন্দা লালন মণ্ডল নামে দুই ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ সোনার বিস্কুট ভারতে পাচারের চেষ্টা করছে। তারা যখন একটি মোটরসাইকেল করে রাজানগর কালীমন্দির এলাকায় পৌঁছয় সেই সময় রানীনগর থানার পুলিশের একটি বিশেষ দল দু’‌জনকেই  আটক করে। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করতেই পুলিশ বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করে। 

    পুলিশ সূত্রের খবর, সাম্প্রতিক সময় মুর্শিদাবাদ জেলায় একসঙ্গে এত সোনার বিস্কুট উদ্ধার হয়নি। এসডিপিও (ডোমকল) বলেন, ‘‌প্রাথমিক তদন্ত আমাদের অনুমান এই সোনার বিস্কুট পাচার চক্রের সঙ্গে বড় কোনও চক্র অবশ্যই জড়িত রয়েছে। কারণ এই কাজে বিপুল অঙ্কের টাকা জড়িয়ে রয়েছে। ধৃত দুই ব্যক্তির সঙ্গে আগে বা পিছনে কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’‌ 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের লালবাগ আদালতে পেশ করা হবে। ধৃতরা বাংলাদেশের রাজশাহী জেলার বড় কোনও সোনা পাচারকারী দলের থেকে এই সোনার বিস্কুটগুলো সংগ্রহ করে ভারতের বাজারে বিক্রির পরিকল্পনা করেছিল। 

    আমেরিকার ট্রাম্প সরকার ভারতীয় সমস্ত পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসানোর পর নিরাপদ বিনিয়োগের জায়গা হিসেবে সোনা এখন ভারতীয়দের কাছে বিনিয়োগের ভরসার জায়গা হয়ে দাঁড়াচ্ছে। যার ফলে প্রতিদিন দেশ জুড়ে সোনার দাম বেড়েই চলেছে। সূত্রের খবর, আজকের দিনে ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ভারতের বাজার থেকে বাংলাদেশের বাজারে ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা কম। এই সুযোগ নিয়ে বিপুল মুনাফা লাভের উদ্দেশে  ভারত–বাংলাদেশের কাঁটাতারহীন সীমান্ত দিয়ে কিছু লোক সোনা পাচারের চেষ্টা করছে বলে খবর। সেই পাচারকারীদেরই ধরার চেষ্টা করছে প্রশাসন।

     
  • Link to this news (আজকাল)