• বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ ছাতা ছাড়া বাইরে বেরোবেন না
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা, ২ সেপ্টেম্বর: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যতিক্রম নয় কলকাতা। পূর্বাভাসে জানানো হয়েছে, আজ শহরের আকাশ প্রধানত মেঘলা থাকবে। হাল্কা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৫.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। গতকাল ভোর সাড়ে ছ’টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শহরে ৩৯.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    তবে, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সমুদ্র উত্তাল হতে পারে নিম্নচাপের কারণে। ঘণ্টায় ৩৫-৪৫ কিমি থেকে সর্বোচ্চ ৫৫ কিমি গতিবেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। যে কারণে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
  • Link to this news (বর্তমান)