• চালু হল শ্রমশ্রী পোর্টাল, আবেদন এবার অনলাইনেও
    দৈনিক স্টেটসম্যান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার হাত থেকে বাঁচাতে বাংলায় শ্রমশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের আওতায় থাকা পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এসে যতদিন পর্যন্ত কাজ না পান ততদিন মাসিক ৫ হাজার টাকা করে পাবেন। ২১ আগস্ট থেকে অফলাইনে শ্রমশ্রীর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এবার সোমবার থেকে খুলে গেল শ্রমশ্রী প্রকল্পের অনলাইন পোর্টাল।

    অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করতে পারবে শ্রমিকরা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে অনলাইন পোর্টাল খোলার কথাটি ঘোষণা করলেন শ্রম মন্ত্রী মলয় ঘটক। অনলাইনেও শ্রমিকরা এখন আবেদন করতে পারবেন। ধাপে ধাপে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। প্রক্রিয়াটির অগ্রগতি সম্পর্কেও অবগত থাকতে পারবেন শ্রমিকরা। অফলাইনে ইতিমধ্যেই প্রায় ২০ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

    শ্রমশ্রী পোর্টাল চালুর ফলে শ্রমিকদের সঠিক পরিচয়পত্র প্রদান, স্বাস্থ্যসুরক্ষা, বিমা, শিক্ষা এবং কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা সহজ হবে। শ্রমদপ্তর সূত্রে খবর, প্রতিটি জেলার ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে শ্রমিকরা নথিপত্র-সহ দ্রুত এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারেন।

    সোমবার সাংবাদিক বৈঠকে মলয় ঘটক বলেছেন, বর্তমানে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। ওড়িশা,মহারাষ্ট্র, আসাম, রাজস্থান ও হরিয়ানার মতো রাজ্যগুলিতে বাংলা বললেই শ্রমিকদের আটক করে রাখা হচ্ছে। পরিচয়পত্র দেখালেও তা গ্রাহ্য করা হচ্ছে না। থানায় নিয়ে গিয়ে চলছে বেধড়ক মারধর। এরপরেই তাঁদের ঠাঁই হচ্ছে ডিটেনশন সেন্টারে নয়তো তাঁদের পুশব্যাক করা হচ্ছে।

    এইসব অত্যাচারের হাত থেকে বাঁচতে শ্রমিকরা তাঁদের কাজ ছেড়ে বাংলায় ফিরে আসছে। কিন্তু অর্থ উপার্জনের জন্য কাজের খোঁজে আবার বুকে ভয় নিয়ে যেতে হচ্ছে ভিনরাজ্যে। সেকারণেই শ্রমিকরা যাতে নিশ্চিন্ত হয়ে বাংলায় ফিরে আসতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী প্রকল্পের সূচনা করেছেন। শ্রমিকরা বাংলায় ফিরে এসে উপযুক্ত প্রমাণপত্র ও নথিপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।

    এরপর থেকেই মাসিক ৫ হাজার টাকা করে ভাতা পাবে পরিযায়ী শ্রমিকরা। ১২ মাস পর্যন্ত এই ভাতা পাবেন তাঁরা। এভাবেই আর্থিক সংকট কাটাতে ও কর্মসংস্থান সংকট দূর করতে রাজ্য সরকার বিশেষভাবে উদ্যোগী হয়েছে। শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেছেন, অত্যাচারিত শ্রমিকরা যাতে রাজ্যে ফিরে এসে মর্যাদার সঙ্গে বাঁচতে ও কাজ করতে পারে এটাই হল প্রকল্পটির লক্ষ্য। প্রকল্পটিতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করার সুযোগ চালু হয়ে যাওয়ায় প্রকল্পটি আরও বৃহত্তর পরিসরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)