• মুচিপাড়ায় গুলি চালিয়ে তাণ্ডব! বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার ২
    প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ ও নিরুফা খাতুন: দিন তিনেক আগে মুচিপাড়া এলাকায় দুর্ঘটনা নিয়ে বাকবিতন্ডার জেরে শূন্যে গুলি চালিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তে নেমে অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ পাওয়া গিয়েছে। পুজোর মরশুমে শহরে বড়সড় কোনও নাশকতার ছক ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। গোটা ঘটনা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

    ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। মুচিপাড়া থানা সূত্রে খবর, একটি গাড়ি মুচিপাড়ার যৌনপল্লি থেকে বেরিয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটায়। এলাকার বাসিন্দারা গাড়িটিকে তাড়া করলে তখনকার মতো এলাকা ছেড়ে পালায় আরোহীরা কিন্তু কিছুক্ষণ পর ‘বদলা’ নিতে তুলতে দু’টি বাইকে করে দুই যুবক প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের কাছে এসে শূন্যে চার রাউন্ড গুলি চালায়। রাতের শহরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর পরদিন মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে দুষ্কৃতীদের খুঁজছিল পুলিশ।

    এর মাঝেই গোপন সূত্রে খবর পেয়ে ময়দান থানার পুলিশ সোমবার রাত সাড়ে ১২টার পর হানা দেয় বাবুঘাট বাসস্ট্যান্ডে। অস্ত্র-সহ হাতেনাতে ধরা পড়ে দুই দুষ্কৃতী। তাদের নাম আয়ুষ ঝা, পীযূষ গুপ্তা। জেরায় জানা গিয়েছে, তারা দেশীয় পদ্ধতিতে অস্ত্র তৈরি করে এবং সেসব বিক্রি করার উদ্দেশে কলকাতায় এসেছিল। এও জানা যায়, মুচিপাড়ায় শনিবার রাতে যে শুটআউট হয়েছিল, তাতে হাত ছিল এই দু’জনের। এরপরই তাজা কার্তুজ-সহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যৌথ তদন্ত শুরু করেছে মুচিপাড়া ও ময়দান থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)