‘কুণাল ঘোষ এসব মজা নিতে জানে’, অনির্বাণের ‘হুলিগানিজম’ কে শুভেচ্ছা তৃণমূল নেতার
প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার থেকেই অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ডের গানে তোলপাড় নেটভুবন! বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’কে একসূত্রে গেঁথে মঞ্চে যেভাবে কণ্ঠ ছেড়েছিলেন টলিউডের অভিনেতা-পরিচালক তথা গীতিকার-গায়ক, সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। শুধু তাই নয়, অনির্বাণের পলিটিক্যাল স্যাটায়ার মূলক গানে বিতর্কও তুঙ্গে! বিশেষ করে রাজনৈতিকমহলে চর্চার কেন্দ্রবিন্দুতে ‘হুলিগানিজম’-এর নতুন গান। কুণাল ঘোষ, দিলীপ ঘোষের পাশাপাশি অনির্বাণের কথা ও সুরের নিশানায় শতরূপ ঘোষও। যদিও তৃণমূল নেতা নিজেই গায়কের প্রশংসায় পঞ্চমুখ।
রবিবার মিলনমেলা প্রাঙ্গনে ছিল ‘হুলিগানিজম’-এর অনুষ্ঠান। সেখানেই ব্যান্ডের উর্দি গায়ে মঞ্চে একের পর এক বোমা ফাটালেন অনির্বাণ! ব়্যাপের আঙ্গিকে গানের কথার ছত্রে ছত্রে রাজনীতির কারবারিদের নাম নিতে শোনা যায় অভিনেতাকে। ততোধিক উল্লাসে ফেটে পড়েন নিচে দাঁড়িয়ে থাকা দর্শকরা। কী এমন শব্দচয়ন ছিল সেই গানে? মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অনির্বাণকে বলতে শোনা যায়, “এসব গান বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি!” এরপরই তৃণমূল নেতার নাম নিয়ে গানের ভঙ্গিতে অনির্বাণ বললেন, “গান-বাজনা করতে এসে এসব কথা বললে, রেগে যাবে, রেগে যাবে, রেগে যাবে কুণাল ঘোষ!…” যদিও কুণাল ঘোষ অনির্বাণের এহেন পলিটিক্যাল স্যাটায়ারে মোটেই রাগ করেননি। বরং সেই গানের ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে খোদ অভিনেতা-পরিচালক-গায়কের ঢালাও প্রশংসা করেছেন।
তৃণমূল নেতার মন্তব্য, “অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড ‘হুলি-গান-ইজম’ এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভালো থেকো অনির্বাণ।” এমনই সুর শতরূপ ঘোষের কণ্ঠেও। বামনেতার উদ্দেশে অনির্বাণের গানের লাইন ছিল- “ওটা বিপ্লবীদের পার্টি, আর এক ঘোষও আছে। টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি। তাই কিনেছে গাড়ি। দামটা বেশি খুব, ফেসবুকেতে রাজা মোদের দাদা শতরূপ।” নেটভুবনে রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে গানের এই ছত্র। যদিও অনির্বাণের প্রশংসা করে শতরূপের মন্তব্য, “আমরা সবসময় চাই শিল্পীরা পলিটিক্যাল স্ট্যান্ড নিক। তাঁদেরও রাজনৈতিক মতামত থাক। আমার নাম নিয়েছে আমি কৃতজ্ঞ। তাতে যদি কোনও তির্যকতা থেকে থাকে, আমরা মনে করি, আমাদের সমালোচনা শিল্পের মাধ্যমে উঠে আসতেই পারে।” গানে গানে দিলীপ ঘোষকে বিঁধতেও ছাড়লেন না অনির্বাণ এবং তাঁর ব্যান্ড। “ভাই আর এক ঘোষও আছে। দাদা খুবই রোম্যান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা। গয়না-দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা!” যদিও প্রবীণ বিজেপি নেতা এপ্রসঙ্গে কোনওরকম মন্তব্য করেননি এখনও পর্যন্ত।