• বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, বাড়ছে মৃত্যুমিছিল, গৃহহীন বহু মানুষ
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর: একনাগাড়ে প্রবল বর্ষণে ত্রাহি রব উত্তর ভারতজুড়ে। কোথাও জলের তলায় পথঘাট। কোথাও বন্যার আশঙ্কা। কোথাও বা ধসে গিয়েছে ঘরবাড়ি। গৃহহীন অসংখ্য মানুষ। পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, দিল্লি বা উত্তরাখণ্ড- বর্তমানে চিত্রটা কমবেশি প্রায় সমান। এই বিপর্যয় প্রাণ কেড়ে নিয়েছে বহু মানুষের। অনেকের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আশঙ্কা আরও বেড়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। আপাতত আগামী সাতদিন বৃষ্টি থামার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।

    সাম্প্রতিক অতীতের ‘সব থেকে ভয়াবহ’ বন্যার কবলে পঞ্জাব। রাজ্যে ইতিমধ্যে ২৯ জন প্রাণ হারিয়েছেন। গৃহহীন আরও কয়েক হাজার মানুষ। গত কয়েক দিনে একের পর এক মেঘভাঙা বৃষ্টি ও তার জেরে হড়পা বানে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর এবং উত্তরাখণ্ড। প্রাণ গিয়েছে বহু মানুষের। এখনও অনেকের খোঁজ পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত অগুনতি মানুষ।

    বৃষ্টিতে করুণ অবস্থা দিল্লিরও। রাজধানী ও তার সংলগ্ন এনসিআরের বহু এলাকা গ্রাস করেছে বন্যার জল। বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের গুরুগ্রাম এবং চণ্ডীগড়ে আজ সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বেসরকারি ও কর্পোরেট সংস্থাগুলির ক্ষেত্রে কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লির বিভিন্ন রাস্তা এবং জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে জাতীয় সড়ক হয় জল অথবা ধসের কারণে বন্ধ।
  • Link to this news (বর্তমান)