• ‘মে ডে...’, দিল্লি-ইন্দোর এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, ছড়াল আতঙ্ক
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন লাগতেই পাইলটের মে ডে কল। বিমানটিকে ফেরানো হয় দিল্লি এয়ারপোর্টে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

    দিল্লি-ইন্দোর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ( AI-2913) টেক অফের পরেই বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। বিষয়টি টের পেতেই তৎক্ষণাৎ পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-কে সতর্ক করেন। এটিসি-র নির্দেশেই ফ্লাইটকে দিল্লি বিমান বন্দরে ফিরিয়ে আনা হয়।

    এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ৩১ অগস্ট ঘটে ওই ঘটনা। বিমানের যাত্রী ও পাইলটরা সুরক্ষিত ছিলেন। বিমান অবতরণের পর দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। ইন্দোরগামী যাত্রীদের জন্য এয়ার ইন্ডিয়ার তরফে বিকল্প বিমানেরও ব্যবস্থা করে দেওয়া হয়। কেন এই বিপত্তি তা খতিয়ে দেখা হচ্ছে। DGCA-কে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, ৩১ অগস্ট সকাল সওয়া ছ’টায় বিমান বন্দরে জরুরি অবতরণ করেন। টেকঅফের ৩০ মিনিটের মধ্যেই দিল্লিতে ফিরে আসে বিমানটি। এতে ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

    উল্লেখ্য, সোমবার, চেন্নাই থেকে আন্দামানগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট IX2610 প্রতিকূল আবহাওয়ার কারণে অবতরণ করতে না পেরে ফের চেন্নাইয়ে ফিরে আসে।

  • Link to this news (এই সময়)