মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সংঘাতের আবহে মঙ্গলবার সেনার ট্রাক থামাল পুলিশ। এ দিন সকালে মহাকরণের সামনে সেনার একটি ট্রাক আটকায় কলকাতা ট্র্যাফিক পুলিশ। পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক আইন না মেনে বিপজ্জনক ভাবে ওই ট্রাক যাচ্ছিল। যদিও সেই ট্রাকের ভিতরে যাঁরা ছিলেন, সেই জওয়ান সংবাদমাধ্যমে জানান, সিগনাল খোলা থাকায় ট্রাক টার্ন নেয়। পিছনে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি ছিল। এর পরেই ট্রাকটি আটকানো হয়। ঘটনাস্থলে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এর পরেই সেনার দুই আধিকারিক হেয়ার স্ট্রিট থানায় যান। অন্য দিকে হেয়ার স্ট্রিট থানা থেকে সেনাবাহিনীর গাড়ি ফোর্ট উইলিয়ামে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
এ দিন সাড়ে ১০টা নাগাদ সেনার ট্রাকটি ফোর্ট উইলিয়াম থেকে ডালহৌসির পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল। অন্যদিকে লালবাজারে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে খবর, ট্রাক বিপজ্জনক ভাবে চালানো হচ্ছিল। ঝুঁকিপূর্ণ ভাবে ট্রাক টার্ন নেয়। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
যদিও ট্রাকে থাকা জওয়ান সংবাদমাধ্যমে জানান, সিগনাল খোলা থাকায় গাড়ি টার্ন নেয়। তাঁরা ফোর্ট উইলিয়ামে বিষয়টি জানিয়েছেন। ডেনজারার্স ড্রাইভিংয়ের অভিযোগও মানতে নারাজ তাঁরা।
এ দিকে এই ঘটনা ঘিরে সময় যত এগোয়, চাপানউতোর বাড়তে থাকে। এক সময়ে দেখা যায় মহাকরণের দিক থেকে ডেকার্স লেনের দিকে এ্গিয়ে যাচ্ছে সেনার ট্রাকটি। যদিও ডেকার্স লেনের মুখে গিয়ে তা দাঁড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পরে ফোর্ট উইলিয়ামের দিকে চলে যায় সেই ট্রাক। ইতিমধ্যেই ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছে কলকাতা পুলিশের তরফে।