• ‘শুধু আমার মাকেই অপমান নয়...’, কংগ্রেস ও আরজেডি-এর সভায় কটূক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • দ্বারভাঙার সভায় মাকে নিয়ে কটূক্তি ইস্যুতে এ বার সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস এবং আরজেডি-কে নিশানা করে ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর। বিহারের ঘটনাকে উল্লেখ করে মোদী বলেন, ‘ওরা আমার মৃত মাকে অপমান করেছে। শুধু আমার মাকেই নয়। দেশের মাকে অপমান করেছে কংগ্রেস এবং আরজেডি।’

    মঙ্গলবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর গলায় ঝরে পড়ল যন্ত্রণা। তাঁর আফসোস,‘ওঁরা আমার মৃত মাকেও ছাড়ছে না। কংগ্রেস-আরজেডির তুমুল সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'মা আমাদের দুনিয়া। মা আমাদের আত্মসম্মান। বিহারে ক’দিন আগে যা ঘটেছে তা আমি কল্পনাও করতে পারছি না। RJD-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছে।’

    এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর সংযোজন, 'এই কটূক্তি, এই অপমান যে শুধু আমার মাকে করা হয়েছে তা নয়। এটা দেশের সব মা, বোন এবং মেয়েদের অপমান। আমি জানি, আপনারা কতটা নিকৃষ্ট। এ বার সব কিছু শুনে আর দেখে, বিহারের প্রতিটি মা-বোন তা অনুভব করতে পারছেন। আমি জানি, আমার হৃদয়ে, আমার মনে কতটা যন্ত্রণা জমে রয়েছে। এই যন্ত্রণা বিহারের মানুষও অনুভব করছেন আমি জানি।’

    উল্লেখ্য, গত ২৮ অগস্ট দ্বারভাঙায় রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’-র ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মঞ্চ থেকে কংগ্রেসের এক কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মায়ের নামে অশালীন স্লোগান দিচ্ছেন। এর পরেই ছড়ায় চাঞ্চল্য। তবে সেই সময়ে সেখানে ছিলেন না রাহুল গান্ধী।

    ঘটনায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘রাহুল গান্ধীর যদি সামান্য লজ্জাও থাকে, তা হলে অবিলম্বে মোদীজি, তাঁর প্রয়াত মা এবং দেশবাসীর উদ্দেশে ক্ষমা চান।’ এই ঘটনাকে ‘দেশের গণতন্ত্রের কলঙ্ক’ বলেও মন্তব্য করেন শাহ।

    ২৯ অগস্ট রফিক ওরফে রাজার নামের ওই কংগ্রেস কর্মীকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে দ্বারভাঙার সিমরি থানা। প্রসঙ্গত, ঘটনার জেরে কংগ্রেসের তুমুল সমালোচনা করেন বিজেপি নেতারা। পাটনা ও কলকাতায় ভাঙচুর চালানো হয় কংগ্রেস অফিসে।

  • Link to this news (এই সময়)