• ‘টেন্টেডদের জন্য যথেষ্ট হয়েছে’, হাই কোর্টে ‘দাগি’ শিক্ষকদের আবেদন খারিজ করে বললেন বিচারপতি
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন এসএসসি-র ‘টেন্টেড’ তালিকায় নাম থাকা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে আর্জি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের আবেদনে সাড়া দিল না হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়ে জানায়— সুপ্রিম কোর্টে যে হেতু মামলা এখনও চলছে, তাই আদালত এ নিয়ে হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে এই আবেদন নিয়ে অত্যন্ত বিরক্তিও প্রকাশ করেন তিনি। সুপ্রিম কোর্ট ‘দাগি’ প্রার্থীদের নিয়ে যা পর্যবেক্ষণ করেছে, তার পরেও এই ধরনের আবেদন আদালতের সময় নষ্ট বলে মত হাই কোর্টের।

    বিচারপতি ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে এ দিন বলেন, ‘অনেক হয়েছে, টেন্টেড প্রার্থীদের জন্য যথেষ্ট হয়েছে। এত দিন কেন আবেদন করেননি? যেই লিস্ট বেরিয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন পরীক্ষায় বসতে দিতে হবে বলে। এটা হতে পারে না। যেখানে সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটায় নজরদারি করছে, সেখানে হঠাৎ হাই কোর্টে চলে এলেন! সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে, ৩১শে ডিসেম্বর ২০২৫-এর পর থেকে আপনাদের চাকরি থাকবে না। এই ব্যাপারে সেখানে আবেদন করেননি কেন?’

    একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, ‘সুপ্রিম কোর্ট আনটেন্টেডদের ক্ষেত্রে কোনও মন্তব্য করেনি। কিন্তু টেন্টেডদের ক্ষেত্রে যা যা বলেছে, তার পরে আপনাদের তো আদালতে আসার আর কোনও জায়গাই নেই। এ গুলো কোর্টের সময় নষ্ট ছাড়া কিছু নয়। পরীক্ষার ঠিক আগে শেষ মুহূর্তে এখন হাজির। প্যানেলের বাইরে থেকে চাকরি, ফাঁকা ওএমআর জমা দেওয়ার মতো ঘটনায় সুপ্রিম কোর্ট সমালোচনা করেছে। তার পরেও কী করে এই মামলা করেন!’

    আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম–দশম ও একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে, যে ভাবে একের পর এক মামলা দায়ের হয়ে চলেছে, তা নিয়ে সোমবারই অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কোনও ভাবেই যাতে ‘অযোগ্য’-রা এই পরীক্ষায় বসতে না–পারেন, তা নিশ্চিত করতে হবে এসএসসিকে।

  • Link to this news (এই সময়)