• 'অকল্পনীয় অপমান', মা'কে কুকথায় ব্যথিত মোদি! রাহুল-তেজস্বীকে কড়া নিশানা...
    আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • মঙ্গলবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, "মা আমাদের পৃথিবী। মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে ঐতিহ্য সমৃদ্ধ এই বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি। বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছিল।"

    প্রধানমন্ত্রী আরও বলেন, "এই অপমান কেবল আমার মায়ের প্রতি অপমান নয়। এগুলো দেশের মা, বোন এবং কন্যাদের প্রতি অপমান। আমি জানি আপনারা সবাই, বিহারের প্রতিটি মা, এটা দেখে এবং শুনে কতটা খারাপ অনুভব করেছেন। আমি জানি, আমার হৃদয়ে যতটা ব্যথা আছে, বিহারের মানুষও একই ব্যথায় ভুগছেন।"

    মোদীর প্রশ্ন, তাঁর মায়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না, তাহলে তাঁকে কেন দলীয় আক্রমণে টেনে আনা হচ্ছে? তিনি বলেন, "আমার মা'র রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, তাহলে কেন তাঁকে আরজেডি এবং কংগ্রেস ছাড়ছে না?" 

    প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, যারা এই ধরনের অশ্লীল কাজ করেন তাঁরা এমন একটি মানসিকতা প্রকাশ করেন যা নারীদের দুর্বল মনে করে। তিনি বলেন, বিহারে কংগ্রেসের 'ভোটার অধিকার যাত্রা'-র সময় ঘটে যাওয়া ঘটনাটি কেবল তাকেই নয়, দেশের প্রতিটি মহিলাকে অপমান করেছে।

    স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত গ্রামীণ মহিলাদের মধ্যে উদ্যোক্তা তৈরির জন্য একটি নতুন সমবায় উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, "বিহারের এনডিএ সরকার নারীর ক্ষমতায়নকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিয়েছে। এই নতুন সমবায় বিহারের কন্যা ও বোনদের এগিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী মঞ্চ হয়ে উঠবে।"  

    অভিযোগ, ভোট চুরির, প্রতিবাদ এসআইআর-এর বিরুদ্ধ কর্মসূচির সময় বিহারে অশান্তি ছড়ায়। বিহারে ইন্ডিয়া জোটের মঞ্চ থেকেই দেশের প্রধানমন্ত্রী এবং তাঁর মা'কে নিয়ে কুকথার অভিযোগ ওঠে। ঘটনাটি গত বৃহস্পতিবারের বলে জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই দিন ইন্ডিয়া জোটের একটি বৈঠক থেকে, কংগ্রেসের দলীয় পতাকা ধরা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী এবং তাঁর মা'কে নিয়ে কুকথা বলতে শোনা গিয়েছে। 

    তারপরই বিহারের মুখ্যমন্ত্রী ঘটনার  নিন্দা করেন। নীতীশ কুমার বলেছিলেন, দ্বারভাঙায় কংগ্রেস, আরজেডির ভোটাধিকার যাত্রার সময়ে মোদি এবং তাঁর মা'কে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। দ্বারভাঙা পুলিশ জানায়, ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    ঘটনার নিন্দা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাকে দেশের গণতন্ত্রের উপর 'কলঙ্ক' বলে অভিহিত করেন। কটাক্ষ করেন রাহুল গান্ধী ও হাত শিবিরকে। সোশাল মিডিয়ায় অমিত শাহ পোস্ট করেন ঘটনা প্রসঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন,  'বিহারের দ্বারভাঙায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং তাঁর স্বর্গীয় মা'য়ের প্রতি কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের অশালীন, অভদ্র শব্দ ব্যবহার করা হয়েছে, তা কেবল নিন্দনীয়, বরং আমাদের লোকতন্ত্রকেও কলঙ্কিত করতে চলেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের রাজনীতি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। তারা সহ্য করতে পারছে না যে একজন দরিদ্র মায়ের ছেলে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর পদে বসে রয়েছেন এবং তাঁর নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে।' 
  • Link to this news (আজকাল)