চলতি মাসেই পা দিতে চলেছেন ৭৫ বছরে, প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে এই অনন্য শিল্পকর্ম তৈরি করলেন ওড়িশার একদল পড়ুয়া...
আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এক অনন্য শিল্পকর্ম তৈরি করলেন ওড়িশার ভুবনেশ্বরের একদল ছাত্রছাত্রী। শুধুমাত্র চকলেট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ কেজি ওজনের এক ভাস্কর্য বানিয়েছেন তারা। ভাস্কর্যে ব্যবহার হয়েছে প্রায় ৫৫ কেজি ডার্ক চকলেট এবং ১৫ কেজি হোয়াইট চকলেট। অভিনব এই ভাস্কর্যটি তৈরি করেছেন ভুবনেশ্বরের ক্লাব চকলেটের ১৫ জন ডিপ্লোমা শিক্ষার্থী। জানা গিয়েছে, এই প্রতিষ্ঠানটি একটি পেশাদার বেকিং এবং ফাইন প্যাস্ট্রি স্কুল। ছাত্রছাত্রীদের এই দলকে নেতৃত্ব দিয়েছেন রাকেশ কুমার সাহু এবং রঞ্জন পরিদা নামে দুই ব্যক্তি। জানা গিয়েছে, প্রায় সাত দিন ধরে একটানা পরিশ্রমের পর গড়ে উঠেছে এই অনন্য শিল্পকর্ম। ভাস্কর্যে সূক্ষ্ম খুঁটিনাটি ফুটিয়ে তোলার পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক সরকারি প্রকল্পের প্রতীক।
তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী উজ্ব্বলা যোজনা, জনধন যোজনা, অপারেশন সিঁদুর এবং স্বচ্ছ ভারত মিশন। পাশাপাশি ভাস্কর্যে স্থান পেয়েছে ইসরোর কৃতিত্বও। ক্লাব চকলেট কর্তৃপক্ষের দাবি, দেশে এই প্রথমবার কোনও পড়ুয়ার দল প্রধানমন্ত্রী মোদির ভাস্কর্য তৈরি করেছে। তাও আবার শুধুমাত্র চকলেট দিয়ে তৈরি করা। তাদের কথায়, এই শিল্পকর্ম নিছক ভাস্কর্য নয়, বরং শিল্প আর দক্ষতার এক অসাধারণ মিশ্রণ। প্রসঙ্গত, গত বছর প্রধানমন্ত্রী মোদি ওড়িশার ভুবনেশ্বরে গদাকানায় আয়োজিত অনুষ্ঠানে ২৫ লক্ষাধিক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর উদ্বোধন করেছিলেন। একই সঙ্গে নারীদের স্বার্থে ‘সুভদ্রা যোজনা’ প্রকল্পেরও সূচনা করেছিলেন। এর আগে ২০২৩ সালে জন্মদিনে প্রধানমন্ত্রী ‘পিএম বিশ্বকর্মা যোজনা’ ঘোষণা করেছিলেন, যা কারিগর ও শিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ। ২০২২ সালে তাঁর জন্মদিনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছিল আটটি নতুন চিতা।
এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন। তিনি বলেন, ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা কেবল উভয় দেশের জন্যই নয়, বরং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। একই সুর রাশিয়ার প্রেসিডেন্টের গলাতেও। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি এদিন পুতিনকে বলেন, ১৪০ কোটি ভারতীয় এই বছরের শেষের দিকে তাঁর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাশিয়া এবং ইউক্রেনযে দ্রুত তাদের যুদ্ধের অবসান ঘটাবে বলেও আশা মোদির, পুতিনকে তিনি সেকথা জানিয়েছেন বলেও জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুতিন এসসিও সম্মেলন স্থল থেকে রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই একই গাড়িতে যেতে চেয়েছিলেন।
একসঙ্গে যাওয়ার জন্য তিনি মোদির জন্য মিনিট দশ অপেক্ষা করেন বলেও জানা গিয়েছে। দু' জনের কী কথোপকথন হয়, সেই বিষয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোদি। তাতে তিনি লিখেছেন, 'তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে চমৎকার একটি বৈঠক হয়েছে। বাণিজ্য, সার, মহাকাশ, নিরাপত্তা এবং সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান সহ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছি। আমাদের বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে রয়ে গেছে।'