• লোক টানতে ভয়াবহ মৃত্যু মিছিল থিম! প্যান্ডেলে যেতেই ফিরে এল বিমান দুর্ঘটনার দগদগে ক্ষত, ছি ছি করছেন দর্শক...
    আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ১২ জুন। দুপুর। সবকিছু আগের মুহূর্ত পর্যন্ত চলছিল ঠিকঠাক। কিন্তু এক নিমেষেই বদলে যায় গোটা ছবি। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা, শত শত মৃত্যু মিছিল, হাহাকার, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেহ, কোনওটাই ভোলেননি সাধারণ মানুষ। কিন্তু এ কী! সেই ক্ষত মনে নিয়েই প্যান্ডেলে গিয়েছিলেন যাঁরা, তাঁদের মনে ফের উসকে উঠল সেদিনের ভয়াবহতা। পুজো প্যান্ডেলের থিম থেকে ছি ছি করছেন দর্শকরা। ভাবতেই পারছেন না, এই ধরনের হৃদয়বিদারক ঘটনাকে করে পুজোর থিম বানানো যেতে পারে! 

    সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য, নাগপুর এবং আহমেদাবাদ, এই দুই জায়গায়, গণেশ পুজোর প্যান্ডেলের থিম হিসেবে চলতি বছরে বেছে নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনাকে। জানা গিয়েছে, নাগপুরে যে প্যান্ডেল তৈরি হয়েছিল, সেখানে প্রবেশদ্বারে আটকে থাকা একটি বিমানের একটি থ্রিডি মডেল ব্যবহার করা হয়েছিল, যাতে আহমেদাবাদের একটি হোস্টেল ভবনে বিমানটি ভেঙে পড়ার বিষয়টিও পুনর্কল্পনা করা হয়েছিল। আহমেদাবাদেও ওই ভয়াবহ বিমান বিপর্যয় ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলে। ভেঙে পড়া বিমান, ঝলসে যাওয়া পড়ুয়াদের আবাসন, দৌড়ে সেখানে হাজির হওয়া স্থানীয়দের ফুটিয়ে তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ওই দুই প্যান্ডেলের ভিডিও। তাতে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ বুঝিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনায় কতটা বিরক্ত তাঁরা।

    যদিও সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাগপুরের প্যান্ডেল কর্তৃপক্ষ তাদের এই থিম তৈরির পিছনের ভাবনা হিসেবে জানিয়েছে, 'যাঁরা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের সম্মান জানাতে চেয়েছিলাম এবং মানুষকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে বিপর্যয়ের সময়েও, বিশ্বাস এগিয়ে যাওয়ার পথ দেখায়।' সঙ্গেই জানানো হয়, 'বাইরে ধ্বংসস্তূপের বিপরীতে ভিতরে বাপ্পার শান্ত ভাব শক্তি এবং ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে।' যদিও নেটিজেনরা সেসবে কর্ণপাত করতে নারাজ। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কমেন্ট করে নিজেদের মতামত, বিরক্তি, ক্ষোভ প্রকাশ করেছেন। 

    ১২ জুন,  বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়ে। বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ উড়ান দেয়, ঠিক তার কয়েকমিনিট পরেই বিপর্যয় ঘটে। সম্ভাব্য ১টা ৪৮ নাগাদ ভেঙে পড়ে বিমানটি। ওই বিমানটি আহমেদাবাদের একটি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের উপর ভেঙে পড়ে। বিমানের যাত্রী, ক্রু-সহ ওই ছাত্রাবাসের বহু ছাত্র, কর্মীর মৃত্যু হয় দুর্ঘটনায়। দুর্ঘটনায় বিমান যাত্রীদের দেহ এতটাই ঝলসে যায়, দেহ শনাক্তকরনের জন্য ডিএনএ টেস্ট করা হয়। এবং ডিএনএ পরীক্ষার পরেই নিশ্চিত করা হয় যাত্রীদের পরিচয়।
  • Link to this news (আজকাল)