• রাতভর দুর্যোগ, কিছুক্ষণেই তীব্র বৃষ্টিতে ছারখার হবে উত্তর থেকে দক্ষিণ, এই জেলার বাসিন্দারা সতর্ক...
    আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। সম্ভাবনা নিম্নচাপ অঞ্চল তৈরির। এই পরিস্থিতিতে, আগামী কয়েকদিন যে ফের তুমুল দুর্যোগ রাজ্যে, সেই সম্ভাবনা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সোমবার রাতে সেই দুর্যোগের আভাস পাওয়া গিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বাঁকুড়া থেকে কলকাতা, রাত বাড়তেই তুমুল বজ্রবিদ্যুৎ, ঝড়-জল। মঙ্গল সকালেও আকাশ মেঘলা। 

    হাওয়া অফিস মঙ্গলবার সকালের আপডেটে জানিয়েছে, দিনের প্রথমভাগে ১৫ জেলায় ঝড়-জলের সম্ভাবনা। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার সকালে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলায় মাঝারি বজ্রবিদ্যুৎ, সঙ্গে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা।  বাতাসের গতিবেগ হতে পারে প্রতি ঘণতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

    অন্যদিকে মঙ্গলবার সকালেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম  বর্ধমান, হুগ্লি, বীরভূমে বিক্ষিপ্ত ভাবে মাঝারি বজ্রবিদ্যুৎ, তীব্র বৃষ্টি, দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানিয়েছে, বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। 

    হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে এবশকিছুটা বেশি। অন্যদিকে, মঙ্গলবার খাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৫.১ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। 

    সোমবার  হাওয়া অফিস জানায়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপর একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত উচ্চতা সহ দক্ষিণ-পশ্চিম দিকে কিছুটা হেলে তার অবস্থান। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলা, আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ, বঙ্গের জেলায় জেলায় প্রবল দুর্ভোগের আশঙ্কা।

    হাওয়া অফিস জানাচ্ছে-

    ২ সেপ্টেম্বর-দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে) হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩ সেপ্টেম্বর-দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস, সঙ্গে দোসর হতে পারে দমকা হাওয়া।

    ৪ সেপ্টেম্বর-

    দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়-জলের সম্ভাবনা। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে) বজ্রপাতের সম্ভাবনা।

    ৫ সেপ্টেম্বর-দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা।

    উত্তরবঙ্গে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনদিন উত্তরবঙ্গেও বিক্ষিপ্তি ঝড়-জলের সম্ভাবনা। 

    যেহেতু, মঙ্গলবার, ২ তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু মৎস্যজীবীদের ক্ষেত্রে থাকছে বাড়তি সতর্কতা। ২ তারিখ থেকে ৪ তারিখ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    সেপ্টেম্বরে মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে ফের এক দফায় নিম্নচাপে ভ্রূকুটি। এর জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তাই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কুমোড়পাড়ায়। চিন্তায় পুজোকর্তারাও।  

     
  • Link to this news (আজকাল)