• বিদ্যুতের খুঁটিতে যুবককে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারল একদল মত্ত! শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল ক্যানিং...
    আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই যুবককে বাঁশ দিয়ে মারেন বেশ কয়েকজন এলাকাবাসী। অভিযুক্তরা সকলে মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। মৃত ওই যুবকের নাম এবং পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

    এ বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মন্ডল বলেন, 'মদের আসরে বচসার থেকেএই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। মৃত যুবক ও তাঁর সঙ্গীরা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত আমরা ইতিমধ্যেই শুরু করেছি। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। মৃত ওই যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।'

    পরে পুলিশ জানতে পারে মৃত যুবকের নাম শেখ জামির উদ্দিন (২৮)। স্থানীয় ব্যবসায়ী শহিদুল সরদার জানান, মঙ্গলবার সকালে বাজারে এসে জানতে পারি এক যুবককে পিটিয়ে মেরে দিয়েছে বেশ কয়েকজন। আমাদের মনে হয় ওই যুবক চুরি করতে এসেছিল। এরপর এলাকার কিছু সংখ্যক বাসিন্দা ওকে ধরে বেধড়ক মারধর করে। এমনকি ইলেকট্রিক পোস্ট-এর সঙ্গেও বেঁধে রাখা হয় ওকে। আইন এভাবে হাতে না তুলে পুলিশ প্রশাসনের হাতে ওই যুবককে তুলে দিলে ভালো করত এলাকাবাসী।

    ওই এলাকার বাসিন্দা শাহজাহান মীর তিনি জানান, গতকাল রাতে আমরা একটা ঝামেলা দেখতে পাই। এলাকার বেশ কয়েকজন বাঁশ দিয়ে মারধর করছে এক যুবককে। আমরা প্রথম ভেবেছি মত্ত অবস্থায় বেশ কয়েকজন যুবক নিজেদের মধ্যে গন্ডগোল করছে। আমরা সে বিষয়ে কর্ণপাত না করে বাড়ি চলে যাই। আজ সকালে শুনতে পাই এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। 

     ঘটনায় পর থমথমে রয়েছে ক্যানিংয়ের তালদি বাজার। এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। ক্যানিং থানার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

    ইতিমধ্যেই এই ঘটনার পর চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে পুলিশের হাতে।  সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ। মৃত ওই যুবকের বাড়ি ক্যানিং থানার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ এলাকায়। জামিরউদ্দিন পেশায় গাড়ির চালক ছিলেন বলে জানা গিয়েছে। জামিরউদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছতে তাঁরা শোকস্তব্ধ হয়ে গিয়েছেন। জামিরুদ্দিনের স্ত্রী বলেন, দীর্ঘ চার বছর ধরে জামিরউদ্দিন-এর সঙ্গে তাঁর কোন সম্পর্ক নেই । তবুও তাঁর স্বামী চোর হতে পারে না বা কোনো চোর বা ডাকাতের দলের সঙ্গে যুক্ত নয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে জামিরউদ্দিনের স্ত্রী। তাঁদের একটি ছয় বছরের ছেলে রয়েছে বলে জানা যায়। সমস্ত দিক খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ। 

    প্রসঙ্গত কয়েক মাস আগেও মোবাইল চোর সন্দেহে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার চন্দনেশ্বর থানার বাকরি গাজীপুর এলাকায় এক যুবককে কয়েক জন বেধড়ক মারধর পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। ওই ঘটনায় শোরগোল শুরু হলে ঘটনাস্থলে যায় চন্দনেশ্বর থানার পুলিশ। আবারও ক্যানিং থানায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
  • Link to this news (আজকাল)