মাঝরাস্তায় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, মুহূর্তে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল শওকত মোল্লার কনভয়ে......
আজকাল | ০২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় আসছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মাঝরাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে তাঁর কনভয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, শওকত মোল্লার কনভয়ের পুলিশের পাইলট কারের সামনে আচমকা একটি বাইক চলে আসে। মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল এবং গাড়ির।
ইতিমধ্যে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, কনভয়ের পাইলট কারের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। বাইক আরোহী আহত হয়েছে বলেও জানা গিয়েছে। তিনি এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। আহত হয়েছেন পুলিশের পাইলট কারের চালকও। তিনি ভাঙড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।
মঙ্গলবার বাসন্তী হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কনভয়ে পুলিশের ওই পাইলট কারের পিছনেই ছিল বিধায়কের গাড়ি। তবে তিনি সুস্থ রয়েছেন।
দিনকয়েক আগে, দুর্ঘটনার কবলে পড়েন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। তাঁর গাড়িতে ধাক্কা মারে আরেকটি গাড়ি। গাড়িতে ছিলেন মন্ত্রী। রবিবার দুপুরে দুর্গাপুর থেকে কলকাতা আসার পথে হাওড়ার ডোমজুরের লালবাড়ির কাছে পিছন থেকে একটি ট্রাক একটি বাইকে ধাক্কা মারায়, নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। মন্ত্রীর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে অল্প আঘাত পেয়েছেন মন্ত্রী। আটক করা হয়েছে ট্রাক ও তার চালককে।
দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছিলেন, 'এদিন আমি একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম। ট্রাকটি একটি মোটর সাইকেলে ধাক্কা মারে। এরপর আমার গাড়িতে ধাক্কা মেরে পালাতে যায়। আমি গাড়ি থেকে নেমে দেখি বাইক আরোহী জখম হয়েছেন। সঙ্গে থাকা পুলিশ কর্মীদের বলি আগে আহত লোকটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে এবং সেইসঙ্গে ট্রাকটি আটক করতে। খুব তাড়াতাড়ি অ্যাম্বুল্যান্স এসে যায় এবং ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ ওই ট্রাকটি আটক করে তার চালককে ধরে। আমার হাল্কা আঘাত লাগলেও সেটা খুব একটা গুরুতর নয়। আহত ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে তুলে দেওয়ার পর আমি কলকাতায় একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হই।'
পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন দুপুর ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই সময় দুর্গাপুর থেকে কলকাতার দিকে আসছিলেন মন্ত্রী। আসার পথে ডোমজুড় থানা এলাকার লালবাড়ির কাছে একটি ট্রাক বাইকে ধাক্কা মারে। এরপর পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে। এই দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্প আঘাত পান মন্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সেখান থেকে আটক করা হয়েছে ট্রাকটির চালককে। এরমধ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মত্ত অবস্থায় ওই ট্রাকচালক গাড়ি চালাচ্ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি একটি দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য মন্ত্রী প্রদীপ মজুমদার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। বর্তমানে তিনি রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী।