সিদ্ধান্ত পাকা, এই মাসের মাঝামাঝি মণিপুর সফরে মোদি
বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
গুয়াহাটি, ২ সেপ্টেম্বর: শুরু ২০২৩ সালের মে মাসে। তার পর থেকে ভ্রাতৃঘাতী সংঘর্ষে রক্তাক্ত মণিপুর। প্রাণ হারিয়েছেন আড়াইশোর বেশি মানুষ। গৃহহীন প্রায় ৬০ হাজার। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও গত দু’বছরে বেশি সময়ে হিংসা কবলিত উত্তর-পূর্বের এই রাজ্যটিতে যাওয়ার সময় পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সব ঠিকঠাক থাকলে চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তিনি গোষ্ঠী সংঘর্ষে বিদীর্ণ এই রাজ্য সফরে যাবেন বলে সূত্রের খবর। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও সম্ভবত ১৩ বা ১৪ সেপ্টেম্বর তাঁর এই সফরের সম্ভাবনা।প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়ে গত কয়েকদিন থেকে জল্পনা চলছে। তাতে ইন্ধন জুগিয়েছে সে রাজ্যের সাধারণ প্রশাসন দপ্তরের একটি সরকারি নথি। যেখানে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরে এক ভিভিআইপি মণিপুরে আসছেন। তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, সেই ‘ভিভিআইপি’ মোদি। ইম্ফলের কাংলা এবং চুড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। মোদির সম্ভাব্য সফর সম্পর্কে সরকারি আধিকারিকরা কিছু বলেননি। তবে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শাসক বিজেপির এক এমএলএ। সংবাদমাধ্যমে ওই বিধায়ক বলেন, ‘প্রধানমন্ত্রীর খবর প্রায় নিশ্চিত।’