আইসিইউতে ইঁদুরের কামড়ে জখম দুই নবজাতক, ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য
বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
ইন্দোর, ২ সেপ্টেম্বর: দুই সদ্যজাতকে কামড়ে দিল ইঁদুর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের একটি নামকরা সরকারি হাসপাতালে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে হইচই পড়ে গিয়েছে। প্রবল সমালোচনার মুখে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। গঠিত হয়েছে তদন্ত কমিটি।
ইন্দোরের অন্যতম বড় হাসপাতাল মহারাজা যশবন্তরাও চিকিৎসালয় (এমওয়াইএইচ)। বহু মানুষের ভরসা এই হাসপাতাল। আর সেখানকার শিশু বিভাগের ‘নিকু’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর! ইঁদুরের কামড়ে গত ৪৮ ঘণ্টায় দুই নবজাতক জখম হয়েছে বলে স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার ডাক্তার অশোক যাদব বলেছেন, ‘আইসিইউতে ইঁদুর একটি নবজাতকের আঙুলে কামড়ে দেয়। আর এক শিশুর মাথা ও কাঁধে ইঁদুরের কামড়ের ক্ষত আছে।’ আক্রান্ত দুই শিশুর শরীরে জন্মগত ত্রুটি আছে বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছেন বলেও জানিয়েছেন এমওয়াইএইচ-এর সুপার। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কর্মীদের ২৪ ঘণ্টা নজর রাখতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আইসিইউর মধ্যে নবজাতককে ইঁদুর কামড়ানোর ঘটনা দিয়ে হইচই পড়ে গিয়েছে। এনিয়ে রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে তাদের অভিযোগ।