• দোষী সাব্যস্ত হলেও শাস্তি নয় বিধানসভা ভাঙচুরে অভিযুক্ত চার পদ্ম বিধায়কের
    বর্তমান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা, ২ সেপ্টেম্বর: বিধানসভা ভাঙচুরের ঘটনায় শাস্তির কোপ থেকে রেহাই পেলেন চারজন বিজেপি বিধায়ক। দোষী সাব্যস্ত হলেও তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল না। আপাতত সতর্ক করে ছেড়ে দেওয়া হল পদ্ম পার্টির সদস্যদের। মঙ্গলবার এমনই জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    গত ২৩ জুন বিধানসভার অধিবেশন চলাকালীন ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগের আঙুল ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। তালিকায় আছে শঙ্করর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পালের নাম। যা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। যার মাথায় ছিলেন বিধানসভার প্রধান সচিব। মোট ২১ জন কমিটির কাছে সাক্ষ্যদান করেন। সদ্য জমা পড়েছে তদন্ত কমিটির রিপোর্ট। তার ভিত্তিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ওই চার জন ছাড়াও মোট ১০ জন দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু তাঁদের আপাতত সতর্ক ও সংযত করা হয়েছে। ভবিষ্যতে সংযত থাকার বার্তাও দেওয়া হয়েছে অভিযুক্ত বিধায়কদের।
  • Link to this news (বর্তমান)