কলকাতা, ২ সেপ্টেম্বর: মঙ্গলবার সকালে কলকাতার রাজপথে সেনাবাহিনীর একটি ট্রাক আটক করল পুলিস। মহাকরণের সামনে ঘটনাটি ঘটে। ট্রাফিক বিধি লঙ্ঘন করে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে চালকের বিরুদ্ধে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বিধি ভেঙে মহাকরণ থেকে বিবাদীবাগের দিকে বাঁক নিয়েছিল সেনা ট্রাকটি। সেই সময় ঠিক পিছনে ছিল কলকাতার নগরপাল মনোজ ভার্মার গাড়ি। বাসভবন থেকে লালবাজারে যাচ্ছিলেন তিনি। হঠাৎ সেনার ট্রাক লেন বদল করে ডান দিকে যেতে চাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সিপির গাড়ি। এরপরই বিধি ভঙ্গকারী সেনাবাহিনীর ট্রাকটিকে থামিয়ে দেন কর্তব্যরত পুলিসকর্মীরা। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রেট থানায়। আটক করা হয় গাড়িটিকে।
সেনাবাহিনীর গাড়ির চালকের বক্তব্য, পিছনে যে পুলিস কমিশনারের গাড়ি ছিল, সেকথা তিনি জানতেন না। রাস্তায় কর্তব্যরত পুলিসকর্মীরাও তাঁদের দাঁড় করিয়ে দেননি। গাড়ি আটকের খবর পেয়ে দ্রুত থানায় আসেন সেনার পদস্থ আধিকারিকরা। কথা বলেন পুলিস কর্তাদের সঙ্গে।