• প্রাক্তন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠের স্ত্রীর নাম ‘দাগি’ তালিকায়
    দৈনিক স্টেটসম্যান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরে বহু নাম উঠে এসেছে। কিন্তু এবার সেই তালিকায় উঠে এল এমন এক নাম, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ২৬ হাজার অযোগ্য নিয়োগ বাতিলের প্রক্রিয়ার অন্যতম স্থপতি, প্রাক্তন বিচারপতি ও বর্তমান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তির স্ত্রীর নামও জায়গা করে নিয়েছে ‘অযোগ্যদের’ তালিকায়। দীর্ঘদিন ধরে পটাশপুরের নেকুরসিনি বিবেকানন্দ বিদ্যাভবনে ইতিহাসের শিক্ষিকা ছিলেন শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বামী দীপক দেবশর্মা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হিসেবে পরিচিত ছিলেন গত লোকসভা নির্বাচনে। ‘

    সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত ১৮০৬ জন ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকার তালিকায় শ্রাবন্তীর নাম উঠে আসে। তারপর থেকেই তিনি আর স্কুলে যাচ্ছেন না। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকারও করেছে। সূত্রের খবর, সিবিআই তদন্তের পর আদালতে রিপোর্ট জমা পড়তেই স্কুলে শ্রাবন্তীর কার্যত পঠন-পাঠন বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।একসময় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতির আসনে বসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘অযোগ্যদের’ প্যানেল বাতিলের ক্ষেত্রে যিনি ছিলেন অন্যতম কণ্ঠস্বর, এবার তাঁরই ঘনিষ্ঠ মহলের নাম তালিকায় উঠে আসায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

    যদিও সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে দিল্লিতে ব্যস্ত এবং এ নিয়ে কোনও মন্তব্য মেলেনি তাঁর তরফে। তবে স্ত্রীর চাকরি চলে যাওয়া ও মানসিক অবস্থার অবনতির বিষয়টি স্বীকার করেছেন দীপক দেবশর্মা। তিনি জানিয়েছেন, ‘স্ত্রী ভেঙে পড়েছেন। মেয়ে এবছর উচ্চমাধ্যমিক দেবে। সারাক্ষণ স্ত্রীর পাশে থাকার চেষ্টা করছি, যাতে কোনও অঘটন না ঘটে।’ একসময় তৃণমূল ঘনিষ্ঠতা থাকলেও পরবর্তীতে দীপকবাবু বিজেপির সক্রিয় কর্মী হন। বর্তমানে যদিও তিনি রাজনীতি থেকে খানিকটা দূরেই রয়েছেন। দলের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। তবে স্থানীয় মহলে জোর গুঞ্জন, স্ত্রীর নাম দাগি তালিকায় উঠতেই রাজনীতি থেকে দূরত্ব তৈরি করেছেন তিনি।

    জেলা বিজেপি নেতৃত্ব অবশ্য দায় এড়াতে তৎপর। তাঁদের দাবি, ‘দীপক দেবশর্মার স্ত্রীর নিয়োগ হয়েছিল তৃণমূল আমলে। নির্বাচনী প্রচারে তিনি ছিলেন ঠিকই, কিন্তু অভিজিৎবাবুর ‘ঘনিষ্ঠ এজেন্ট’ ছিলেন, এ কথা সঠিক নয়।’ তালিকায় প্রাক্তন বিচারপতির ঘনিষ্ঠ মহলের নাম উঠে আসায় বিরোধী রাজনৈতিক শিবিরও সুযোগ নিচ্ছে কটাক্ষ করার। এখন দেখার, এই ঘটনায় সাংসদ গঙ্গোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া আসে কি না।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)