• এসএসসি: সব ‘দাগি’কেই বাদ দেওয়া হয়েছে
    দৈনিক স্টেটসম্যান | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় চাকরি পাওয়া দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়টি সোমবার সুপ্রিম কোর্টে জানিয়েছে দিয়েছে এসএসসি।

    সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এসএসসি-র কাছে জানতে চান, সব ‘দাগি অযোগ্য’কে বাদ দেওয়া হয়েছে তো? এই প্রশ্নের জবাবে এসএসসি-র আইনজীবী বলেন, ‘হ্যাঁ, বাদ দেওয়া হয়েছে।’ পাশাপাশি এসএসসি মামলায় একই বিষয় নিয়ে একাধিক পিটিশন জমা পড়ায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি সতীশচন্দ্র শর্মা ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ‘একই বিষয়ে এত মামলা কেন? প্রতি দিন একই বিষয়ে এখানে মামলা আসছে। আমরা সব বিষয় বিবেচনা করেছি।’

    উল্লেখ্য, শনিবার প্রথম ১,৮০৪ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। পরে আরও দুই জনের নাম তালিকায় যুক্ত করা হয়। দেখা যায় দাগিদের মধ্যে ১৪০০ জন ৭ ও ১৪ সেপ্টেম্বরের নতুন এসএসসির পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছে। দাগিদের তালিকা প্রকাশের পরে ওই ১৪০০ জনের অ্যাডমিট কার্ডও বাতিল করে দেয় এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, এক জন দাগিও যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন। সেই নির্দেশ মেনেই দাগিদের তালিকা প্রকাশ করেছে কমিশন। স্নাতক ও স্নাতকোত্তরস্তরে ন্যূনতম নম্বর নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। পাশাপাশি এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলাও খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। তাঁরা জানান, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হবে না। নিয়োগ প্রক্রিয়ায় সব বিষয় বিবেচনা করা হয়েছে। দাগি অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)