• বিজেপির ওড়িশায় ফের বাঙালি পরিযায়ীকে হেনস্থা! বাংলা বলায় প্রচণ্ড মা*রধর...
    ২৪ ঘন্টা | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • কিরণ মান্না: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার শীতলপুর গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মুস্তাফা আলী (২১) বাংলা ভাষা বলার অপরাধে ওড়িশার বড়গড়ে দুষ্কৃতীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হলেন। অভিযোগ, বড়গড় রেলস্টেশনে বাংলা ভাষা শুনেই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধর চালায়। প্রাণে বাঁচতে তিনি দৌড়ে রেলের টিকিট কাউন্টারে ঢুকে পড়লেও সেখানে গিয়েও মাথা ঠুকে তাঁকে মারে দুষ্কৃতীরা।

    রক্তাক্ত অবস্থায় মুস্তাফা আলী চিৎকার করলে রেলের জিআরপি কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। আক্রান্ত শ্রমিকের পরিবার অভিযোগ করেছে, শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণেই তাঁকে বাংলাদেশিভেবে এই নৃশংস হামলা চালানো হয়েছে।

    মুস্তাফার বাবা আলী রবিবুলও বড়গড় এলাকায় শ্রমিকের কাজ করছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, রেল পুলিস ও বড়গড় থানার স্থানীয় পুলিস কোনওরকম সাহায্য করেনি। পরে আক্রান্তকে নিয়ে এসে ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে।

    ঘটনার পর আতঙ্কে পরিবার জানিয়েছে, তারা আর ভিন রাজ্যে কাজে যেতে চাইছেন না। বাংলার সরকারের কাছে আবেদন জানিয়েছেন- স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি করা হোক, যাতে বাইরে গিয়ে এমন আতঙ্কের মুখে পড়তে না হয়।

    এলাকার বিধায়ক সুকুমার দে ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের কাছে তুলবেন এবং ওড়িশা সরকারের সঙ্গেও কথা বলবেন। তাঁর বক্তব্য- 'বাংলায় ওড়িশার বহু মানুষ কাজ করেন। তাদের সঙ্গে কোনও খারাপ ব্যবহার করা হয় না। তাহলে ওড়িশায় কেন বাঙালিদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে? যথাযথ পদক্ষেপ নিতে হবে।'

  • Link to this news (২৪ ঘন্টা)