• মাঝআকাশে কলকাতাগামী বিমানের সঙ্গে পাখির ধাক্কা! তড়িঘড়ি বিমান ফিরল নাগপুরে
    প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। বিমানে উঠলেই এখনও অনেক যাত্রীর মধ্যে একটা আতঙ্ক কাজ করে! এর মধ্যেই মাঝআকাশে ফের বিমানে আতঙ্ক! কলকাতাগামী বিমান ফিরল মাঝআকাশ থেকেই। তড়িঘড়ি নাগপুরে জরুরি অবরতণ করানো হয় ইন্ডিগো বিমানটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। তাতে ব্যাপক ক্ষতি হয় বিমানের সামনের অংশের। এরপরেই বিমানটিকে ‘ইউ টার্ন’ করিয় ফের নাগপুরে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে। বিমানটিতে ২০০-রও বেশি যাত্রী ছিলেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। যদিও সমস্ত যাত্রীই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা।

    মঙ্গলবার সকালে ইন্ডিগো বিমানটি নাগপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়। জানা যায়, টেক অফের কিছুক্ষণ পরই কার্যত মাঝ আকাশেই বিমানটির সঙ্গে কিছু একটা ধাক্কা লাগে। তাতে বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ বিমানের সামনের অংশে। এরপরেই বিমানটি নাগপুরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। নাগপুর বিমানবন্দরের এক কর্তা আবিদ রুহি জানিয়েছেন, ঠিক কীসের সঙ্গে ধাক্কা তা নিশ্চিত হতে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। তবে পাখির সঙ্গে ধাক্কার কারণে ইন্ডিগো বিমানটির সামনের অংশ ক্ষতি হয় বলে প্রাথমিক অনুমান ওই আধিকারিকের।

    তবে এই ঘটনার পরেই এদিনের জন্য বিমানটি বাতিল করা হয়েছে। অন্যদিকে ইন্ডিগোর তরফেও একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, এদিন সকালে নির্ধারিত সময়েই নাগপুর-কলকাতাগামী ইন্ডিগো বিমানটি টেকঅফ করে। এরপর আকাশে বিমানটি সঙ্গে পাখির ধাক্কা লাগে বলে অনুমান। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই নাগপুর বিমানবন্দরে বিমানটি ফেরানোর সিদ্ধান্ত পাইলট নেন বলেও ওই বার্তায় জানানো হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজকের জন্য ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।
  • Link to this news (প্রতিদিন)