সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তাবাহিনীর লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মাওবাদীদের। এই অবস্থায় মরিয়া হয়ে সাধারণ গ্রামবাসীদের হত্যা করতে শুরু করেছে তারা। ‘পুলিশের চর’ বলে দাগিয়ে দিয়ে ছত্তিশগড়ের সুকমায় ফের ২ নিরীহ গ্রামবাসীর গলা কেটে খুন করল মাওবাদীরা। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে সুকমা জেলার কেরলাপাল থানার সিরসেটি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মাওবাদীরা সিরসেটি গ্রামে হঠাৎ হানা দেয়। সেখানে দেবেন্দ্র পদামি ও পোজ্জা পদামি নামে দুই জনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জঙ্গলে। সেখানেই গলা কেটে দুই জনকে হত্যা করে মাওবাদীরা। গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, ওই দুই জন পুলিশের হয়ে চরবৃত্তি করছিলেন। যার জেরেই শাস্তি দেওয়া হচ্ছে তাঁদের। ওই দুজনকে খুনের পাশাপাশি মাওবাদীরা গ্রামের আরও দুজনকে নৃশংসভাবে মারধোর করেছে। তাঁদের অবস্থা অত্যন্ত গুরুতর। সুকমার পুলিশ সুপার কিরণ চবন বলেন, গ্রামবাসীদের কাছ থেকে এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ওই গ্রামে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চলছে তল্লাশি অভিযানও।
উল্লেখ্য, আগেও পুলিশের চর তকমা দিয়ে শিক্ষক খুনের ঘটনায় অভিযুক্ত হয়েছে মাওবাদীরা। গত সপ্তাহে পুলিশের চর তকমা দিয়ে মাওবাদীরা কুপিয়ে খুন করেছে সুকমার ৩০ বছর বয়সি শিক্ষক লক্ষ্মণ বরসেকে। তার আগে ১৪ জুলাই বিজাপুর জেলার ফারসেগড় এলাকায় ‘পুলিশের চর’ তকমা দিয়ে মাওবাদীরা দুই শিক্ষাদূতকে হত্যা করেছিল। তার আগে ১৯ ফেব্রুয়ারি একই কারণে দান্তেওয়াড়া জেলায় এক শিক্ষাদূতকে হত্যা করা হয়। গত বছর সেপ্টেম্বরে মাসে সুকমা জেলায় দুড়হী অর্জুন নামে এক শিক্ষাদূতকে মাওবাদীরা খুন করে। রিপোর্ট বলছে, এভাবে চলতি বছরে এখনও পর্যন্ত ৩৫ জনকে হত্যা করেছে মাওবাদীরা।