• ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃষ্টির তোড়ে ভাসতে পারে দক্ষিণবঙ্গের ৫ জেলা
    প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: শরতেও বর্ষার পরিবেশ বঙ্গে। ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা। যার প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মঙ্গলবার, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার খবর শোনাল আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, এই নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশার দিকে সরে গেলেও তার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা। উত্তরবঙ্গেও আগামী ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে বাংলার দিকে এসে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর
    পিলানি দাতিয়া রেওয়া রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয়। মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। ভারী বৃষ্টির সতর্কতা পাঁচ জেলা ? দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত।

    উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ তেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।

    কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ। বেলার দিকে রোদের দেখা মিলেছে। বৃষ্টি না হলে ঘর্মাক্ত পরিবেশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৩৯.১ মিলিমিটার।
  • Link to this news (প্রতিদিন)