Big Breaking: আপাতত বন্ধ হচ্ছে রাতের ব্লু লাইনে বিশেষ মেট্রো পরিষেবা। ৩ সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল থেকে কলকাতা মেট্রোর রাতের স্পেশ্যাল ট্রেন পরিষেবা বন্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলেই মঙ্গলবার কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। অর্থাৎ কবি সুভাষ ও দমদম থেকে ১০টা ৪০-এ যে বিশেষ মেট্রো ছাড়ে, আগামিকাল থেকে আপাতত তা আর ছাড়বে না।
ফলে শহিদ ক্ষুদিরাম থেকে এতদিন লাস্ট মেট্রো (স্পেশ্যাল) ১০টা ৪৩-এ ছাড়লেও আগামিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩-এ। যা দমদমে পৌঁছবে রাত ১০টা ২৯-এ। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ। ক্ষুদিরামে পৌঁছবে রাত ১০টা ২৫-এ।
নতুন তিন মেট্রো সেকশন চালু হওয়ার পরে, ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দমদম, দক্ষিণেশ্বরের যে লাইন, তাতে পরিষেবা নিয়ে নানা অভিযোগ উঠছে। মেট্রো সময়ের থেকে অনেকটা দেরিতে চলার অভিযোগও উঠছে নিয়মিত। গত সপ্তাহে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছিল। সেই আবহে এ বার ব্লু লাইনে রাতের বিশেষ মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। যদিও মেট্রোর দাবি, ‘অপারেশনাল’ কারণে তা বন্ধ রাখা হচ্ছে।