• বর্ষা বিদায়ের আগেই পুজো, বৃষ্টি কি অবধারিত? মুখ খুলল হাওয়া অফিস
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৫
  • পুজো মানেই ঘোরা, খাওয়া, আড্ডা, আর—বৃষ্টি? গত কয়েক বছর ধরেই দুর্গাপুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। চলতি বছরে পুজো অনেকটাই এগিয়ে এসেছে। স্বাভাবিক ভাবেই বৃষ্টি নিয়ে আশঙ্কা অনেকটাই বেশি। পুজোয় কি থাকছে দুর্যোগের সম্ভাবনা? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

    মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও অত্যন্ত প্রাথমিক স্তরে বিষয়টি রয়েছে। তবে সাধারণত সেপ্টেম্বর মাসেও বর্ষা থাকে। অক্টোবর মাসের ১০ তারিখের পরে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে শুরু হয়। এই বছর যেহেতু পুজো অনেকটাই আগে, তাই সেই সময়ে বর্ষা থাকছে।’ পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর ট্রপিক্যাল মেটিওরোলজি-র (আইআইটিএম) তথ্য বলছে অক্টোবরের কলকাতা গড়ে ১৭৯.৬ মিলিমিটার বৃষ্টি পায়। এ বার দুর্গাপুজো অনেকটাই এগিয়ে ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে। সুতরাং সেই হিসেবে পুজোয় বৃষ্টির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু এত আগে থেকে বিষয়টা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় বলেই জানাচ্ছেন হাওয়া অফিসের সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি-সহ অন্যান্য জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকবে।

    ৩ সেপ্টেম্বরের আবহাওয়ার পূর্বাভাস: উপকূলের জেলাগুলিতে স্থানীয় ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হতে পারে মাঝারি বৃষ্টি।

    ৪ সেপ্টেম্বরের আবহাওয়ার পূর্বাভাস: ৪ সেপ্টেম্বর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে।

    আগামী দু’দিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বৃষ্টি অনেকাংশ কমবে।

    উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে বুধবার স্থানীয় ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ৪, ৫ এবং ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমবে। ৭ থেকে ৮ তারিখ ফের হাওয়া বদল হবে উত্তরবঙ্গে। বাড়বে বৃষ্টিপাত।

  • Link to this news (এই সময়)