চিনার পার্কে একটি বেসরকারি হোটেলের রুফটপে আগুন। মঙ্গলবার দুপুরে ওই হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটেছে সিটি সেন্টার ২-এর কাছে ন’পাড়া এলাকার একটি হোটেলে। সূত্রের খবর, হোটেলের কর্মীরা দমকলে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কাজ শুরু করার আগেই হোটেলের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও সেখানে পৌঁছান।
পুলিশ সূত্রের খবর, দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই হোটেলের রুফটপের কিচেনে হঠাৎই আগুন লাগে। হোটেল কর্মীদের পাশাপাশি পথ চলতি মানুষও ধোঁয়া দেখতে পান। ধোঁয়া দেখতে পেয়ে অনেক মানুষই হোটেলের সামনে ভিড় জমান। তবে আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। জিনিসপত্রের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঠিক কী থেকে আগুন লাগাল তা এখনও জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে হোটেল কর্মীরা তাঁদের উপরে চড়াও হন। হোটেল কর্মীরা সাংবাদিকদের কিল, চড়, ঘুষি মারেন। দু’জন সাংবাদিক আক্রান্ত হন। পরে ওই সাংবাদিকরা বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ দু’জন হোটেল কর্মীকে আটক করেছে। তাঁদের মধ্যে একজন মহিলা কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন। এর পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।