• নিজের মেয়ে কবিতাকে দল থেকে সাসপেন্ড করলেন কেসিআর! কী এমন অভিযোগ?
    আজকাল | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিজের মেয়েকেই দল থেকে সাসপেন্ড করলেন বাবা! দলবিরোধী কাজের জন্য মেয়ে কে কবিতাকে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) থেকে বার করে দিলেন দলের প্রধান তথা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বিআরএস-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, কবিতার সাম্প্রতিক মন্তব্য এবং কার্যকলাপ দলীয় নীতি-নীতির বিরুদ্ধে, তাই চন্দ্রশেখর রাও এই কঠোর পদক্ষেপ করেছেন।

    গত কয়েক সপ্তাহ ধরে বিআরএস-এর মধ্যে টালমাটাল পরিস্থিতি চলছে। গত সোমবার কে কবিতা দলেরই নেতাদের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি খোলাখুলি বলেন যে, দলের কিছু নেতার কারণেই তাঁর বাবা কেসিআরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কবিতা এজন্য প্রবীণ নেতা তথা তাঁর দুই খুড়তুতো দাদা টি হরিশ রাও এবং প্রাক্তন এমপি মেঘা কৃষ্ণ রেড্ডিকে কাঠগড়ায় তোলেন। এঁদের দু'জনের বিরুদ্ধে সরাসরি বলেন, "এঁরা সকলে মিলে বাবার গায়ে দুর্নীতির লেবেল সেঁটে দেওয়ার জঘন্য ষড়যন্ত্রের খেলা খেলছেন।"

    গত ২২শে আগস্ট, বিদেশে থাকাকালীন কবিতাকে হঠাৎ করেই তেলেঙ্গানা বোগ্গু ঘানি কর্মিকা সংঘম-এর সম্মানীয় সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ জন্য তিনি দলের অভ্যন্তরীণ ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন। দাবি করেন যে, তাঁর অপসারণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

    তিনি বিআরএসের রজতজয়ন্তী সভার পরে তাঁর বাবার কাছে লেখা একটি ফাঁস হওয়া চিঠির দিকে ইঙ্গিত করে নিজের বিরুদ্ধে বৈরিতার সূত্রপাত করেন।

    চিঠিতে, কবিতা লিখেছিলেন, "আপনি (কেসিআর) মাত্র দু'মিনিট কথা বলার সঙ্গে সঙ্গে কিছু লোক অনুমান করতে শুরু করেছিলেন যে ভবিষ্যতে বিজেপির সঙ্গে একটি জোট হবে। এমনকি আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি যে, আপনার (বিজেপির বিরুদ্ধে) জোরালোভাবে কথা বলা উচিত ছিল। আমি (বিজেপির কারণে) কষ্ট পেয়েছি। কিন্তু আপনার বিজেপিকে আরও নিশানা করা উচিত ছিল, বাবা।"

    তবে চিঠি ফাঁস হওয়াকেও কবিতা ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিলেন। প্রকাশ্যে প্রশ্ন তোলেন, ওই চিঠি ফাঁস করে দলের ভেতরের লোকজনই দলকে দুর্বল করার চেষ্টায় লিপ্ত। বলেন, "আমি শত শত চিঠি লিখেছি। চিঠি লেখায় দোষ কী?" তিনি অভিযোগ করেন যে, চিঠি ফাঁসের তদন্ত করার পরিবর্তে, নেতৃত্ব তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করেছে। তিনি আরও দাবি করেন যে, কেসিআরের নামে তাঁর কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বিআরএসকে বিজেপির সঙ্গে একীভূত করার চেষ্টার বিষয়ে সতর্ক করা হয়েছে। এই পদক্ষেপের বিরোধিতা তিনি বলেছিলেন যে, জেলে থাকাকালীনও তিনি এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন।
  • Link to this news (আজকাল)