এক কোটির বেশি সন্দেহজনক ভোটার! বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বড় কেলেঙ্কারি...
আজকাল | ০৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটের আগে বড় কেলেঙ্কারির ইঙ্গিত। নির্বাচন কমিশনের তদন্তে এক কোটিরও বেশি সন্দেহজনক ভোটারের হদিশ মিলেছে! সরকারি সূত্রে খবর, এই এন্ট্রিগুলিতে (ভোটার) নাম, বর্ণ, ঠিকানা, লিঙ্গ এবং বয়সের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে, যা ভোটারদের সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে।
এই প্রথমবার উত্তরপ্রদেশের ভোটার তালিকা যাচাইকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর প্রয়োগ করা হয়েছে। এআই-চালিত অডিট ডাটাবেস তালিকায় সন্দেহজনক ভোটার সনাক্ত করেছে। ফলে কমিশন এখন ভোটার তালিকা যাচাইকরণে কড়া পদক্ষেপ করতে পারে।
এআই রিপোর্টের পর, বুথ লেভেল অফিসারদের (বিএলও) ভোটার পরিচয় নিশ্চিত করতে এবং ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দিতে ঘরে ঘরে যাচাইকরণ পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনার রাজ প্রতাপ সিং নিশ্চিত করেছেন যে, মুখ শনাক্তকরণ ব্যবস্থা (ফেসিয়াল আইডেন্টিফিকেশন) এবং এআই প্রযুক্তি এখন নির্বাচনী প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবে। তিনি বলেন, "বিশেষ করে সংবেদনশীল বুথে ভুয়া ভোটার সনাক্ত করতে একটি এআই-ভিত্তিক সিস্টেম ব্যবহার করা হবে।"
জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন সকল চিহ্নিত এন্ট্রির (ভোটার) সশরীরে যাচাই করে। উপরন্তু, ভোটার তালিকায় ভুয়ো নাম সম্পর্কিত যেকোনও অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে রাজ্যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে তোলপাড় ফেলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই প্রেক্ষিতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিপুল সংখ্যায় ভুয়ো ভোটারের হদিশ মিলল।