ওমা এরা কারা? বর-কনের সঙ্গে অতিথি হিসেবে ছবি তুলছে একদল বেওয়ারিশ কুকুর! ভিডিও প্রকাশ পেতেই হইহই...
আজকাল | ০৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে 'ডোগেশ ভাই' নামটি নিয়ে এক নতুন উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সাধারণত এই শব্দটি এমন সব ভিডিওতে ব্যবহৃত হয় যেখানে কুকুরদের অপ্রত্যাশিত এবং মজার পরিস্থিতিতে দেখা যায়। সম্প্রতি এবার এক বাস্তব ঘটনার ভিডিও সকলের দৃষ্টি কেড়ে নিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তির বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে একাধিক বেওয়ারিশ কুকুর এসছে।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা হয়েছে। শেয়ার করা এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিয়ের মঞ্চে বর-কনে দাঁড়িয়ে আছেন। আর পরিবার ও বন্ধুরা তাঁদের সঙ্গে ছবি তুলছেন। কিন্তু সবকিছুর মাঝে এক বিশেষ চমক ছিল, তা হল একদল রাস্তার কুকুরও সেই ছবিতে যোগ দেয়। কুকুরগুলো চুপচাপ ও শান্তভাবে বসে থেকে অতিথিদের মতো করে ছবিতে পোজ দিচ্ছে। এটি একটি অসাধারণ দৃশ্য হলেও এটি সবাইকে মুগ্ধ করে তোলে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন মন্তব্য করেন, 'বাহ, দারুণ আইডিয়া।' আরেকজন লেখেন, 'কি চমৎকার একটি উদ্যোগ।' আর একজন মজা করে বলেন, 'ডোগেশ যদি আবার অতিথিদের উপহার দেওয়া শুরু করে?' এমনকি কেউ কেউ লিখেছেন, 'ডোগেশ গ্যাং-এ খুশির হাওয়া' বা 'ডোগেশ ভাই এবং তার গ্যাং'।
এই ঘটনা অবশ্য এই প্রথম নয়। ভারতের কোনও দম্পতি বিয়ের দিনে প্রাণীদের গুরুত্ব দিয়েছেন, এই ঘটনা নতুন নয়। ২০২০ সালে ওড়িশার একটি দম্পতি, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ইউরেকা আপ্তা ও তাঁর স্ত্রী, দন্ত চিকিৎসক জোয়ানা- তাঁদের বিয়েকে একটি মহৎ উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। বিয়ের দুই দিন আগে তাঁরা অ্যানিম্যাল ওয়েল্ফেয়ার ট্রাস্ট একামরা (Animal Welfare Trust Ekamra (AWTE)) নামক একটি স্থানীয় পশু উদ্ধারের সংস্থায় গিয়ে উদ্ধারকৃত প্রাণীদের জন্য খাদ্য ও ওষুধ দান করেন।
বিয়ের দিন, দম্পতির দান করা খাবার ও ওষুধ ব্যবহার করে সংস্থাটি প্রায় ৫০০টি পথ কুকুরকে খাবার খাওয়ায়। খবর অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানটি হয় তাঙ্গি’র কাছে নুয়াগাঁও গ্রামের একটি ছোট্ট মন্দিরে। AWTE সংস্থাও তাদের নিজস্ব উদ্যোগে চাল ও আমিষ খাদ্যের সংমিশ্রণে রাস্তার কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করে। এই মানবিক উদ্যোগ শুধুমাত্র আত্মীয়-স্বজনদের নয়, শত শত কুকুরদের কাছেও এই বিয়েকে স্মরণীয় করে তোলে। সম্প্রতি এহেন ঘটনা প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা এবং সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
প্রসঙ্গত, চলতি বছরেই একটি হৃদয়ছোঁয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করে নিয়েছে। দেখা গিয়েছে একটি সাহসী জার্মান শেফার্ড কুকুর কয়েকজন শিশুকে বেওয়ারিশ কুকুরের হাত থেকে রক্ষা করছে। জানা গিয়েছে রাস্তায় ঘুরে বেড়ান কুকুরগুলি পথেই কিছু শিশুকে উত্যক্ত করছিল। ভাইরাল হওয়া ভিডিওটি ঋষিকেশ শহরের একটি আবাসিক এলাকার বলে জানা গিয়েছে। এই ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে৷
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল শিশু রাস্তায় দৌড়ে বেড়াচ্ছিল। একসঙ্গে মিলে খেলছিল ওই শিশুর দল। ঠিক সেই সময় পাশের বাড়িতে পোষা একটি জার্মান শেফার্ড দেওয়ালের ওপার থেকে সেই দৃশ্য দেখছে। এমন সময়ে আচমকা একটি পথ কুকুর সেই শিশুদের পেছন থেকে তাড়া করে। এহেন দৃশ্য দেখে পাশের বাড়ির জার্মান শেফার্ডটি কোনও দ্বিধা না করে দেওয়াল থেকে লাফিয়ে নিচে নেমে আসে এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেই পথ কুকুরকে তাড়িয়ে দেয়।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে যায়। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ভিডিওটি-'এ ডগ জাম্পড লাইক এ সুপারহিরো টু সেভ চিল্ড্রেন ফ্রম অ্যানাদার ডগ' (A dog jumped like a superhero to save children from another dog) ক্যাপশনসহ পোস্ট করা হয়। পোস্টটি ইতিমধ্যেই এক লাখেরও বেশি ভিউ পেয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে এই পোষ্য কুকুরটিকে নিয়ে। দেখা যাচ্ছে তাকে ভালোবেসে সবাই 'ডোগেশ ভাই' নামে ডাকছেন।