আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি ইন্দোরের একটি সরকারি হাসপাতালে ঘটে। খবর অনুযায়ী, দুই নবজাতককে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের (ICU) ভেতরে ইঁদুরে কামড় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসার পর ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। আক্রান্ত দুই নবজাতকের জন্ম হয়েছিল গত সপ্তাহে। তারা ইন্দোরের মহারাজা যশবন্তরাও চিকিৎসালয় (MYH)-এর নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (NICU) ভর্তি ছিল। এটি রাজ্যের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল। ঘটনা জানাজানি হতেই শোরগোল চারিদিকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের নার্সিং টিম প্রথমে নবজাতকদের শরীরে বিভিন্ন ক্ষত দেখতে পায়৷ এমন দৃশ্য দেখার পর সঙ্গে সঙ্গে হাসপাতাল প্রশাসনকে বিষয়টি জানান হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নবজাতকদের পাশে থাকা একটি দোলনায় কিছু ইঁদুর লাফালাফি করছে। খবর অনুযায়ী প্রথম ঘটনাটি ঘটেছে রবিবার। আর ঠিক তার পরদিন সোমবার আরও একটি অনুরূপ ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনার জেরে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড. অশোক যাদব স্বীকার করেছেন যে, হাসপাতালে সর্বশেষ পেস্ট কন্ট্রোল করা হয়েছিল পাঁচ বছর আগে। তিনি বলেন, 'গত ৪৮ ঘণ্টায় আইসিইউ-তে এক নবজাতকের আঙুলে ইঁদুরে কামড়েছে। অন্য এক শিশুর মাথা এবং কাঁধে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। শিশুরা এখন সুরক্ষিত এবং তাদের নিরবচ্ছিন্ন চিকিৎসা চলছে। আমরা খুব শিগগিরই পুরো হাসপাতালে বড় ধরনের পেস্ট কন্ট্রোল অভিযান চালাব। রোগীর আত্মীয়দেরও অনুরোধ করা হয়েছে যাতে তাঁরা ওয়ার্ডে খাবার না আনেন, কারণ এটি ইঁদুরকে আকর্ষণ করে।'
হাসপাতালের আরেক সিনিয়র চিকিৎসক ড. ব্রজেশ লাহোটি এই ঘটনার প্রেক্ষিতে বলেন, 'হাসপাতালে ইঁদুরের সংখ্যা অত্যন্ত বেশি। কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লোহার জাল বসানো হচ্ছে, এবং বড় পরিসরে পেস্ট কন্ট্রোলের পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।'
প্রসঙ্গত মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে এহেন ইঁদুরের উৎপাতের ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ সালেই রাজ্যের একাধিক মর্গে মৃতদেহে ইঁদুরে কামড় দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। জুন মাসে ভোপালের হামিদিয়া হাসপাতালে এক ৫০ বছর বয়সী মৃত ব্যক্তির কান ইঁদুরে কেটে দেয়। মে মাসে বিদিশা জেলা হাসপাতালে এক ৭০ বছর বয়সী দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃতদেহের নাক ও হাত ইঁদুরে ছিঁড়ে খায়। খবর অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে সাগর জেলা হাসপাতালের মর্গে রাখা দুইটি মৃতদেহের চোখ ইঁদুরে খেয়ে ফেলে।
এই ঘটনার জেরে বিরোধী কংগ্রেস দল সরাসরি বিজেপি সরকারকে দায়ী করেছে। কংগ্রেসের মুখপাত্র ড. অমিত চৌরাসিয়া বলেন, 'মধ্যপ্রদেশের সবচেয়ে বড় হাসপাতালে নবজাতকরাও নিরাপদ নয়। এই ঘটনা প্রমাণ করে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।'