ঘরে শ্বশুর-শ্বাশুড়ি অচেতন, বৌরা কোথায়? জানা গেল দু'জনেই পাড়ার এক যুবকের সঙ্গে ..., দুই ভাইয়ের মাথায় হাত...
আজকাল | ০৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাড়ির দুই বৌকে একসঙ্গে নিয়ে পালিয়ে গেল এক যুবক। উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের মালিদা গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দা ইয়াসিন শেখ ও তাঁর ভাই আনিসুর শেখের স্ত্রী একসঙ্গেই গ্রামের এক যুবক আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার এবিষয়ে আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আনিসুর কাজ সেরে বাড়িতে ফিরে দেখতে পান তাঁর বাবা, মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় ঘরে পড়ে আছে। বাড়িতে তাঁর স্ত্রী, বৌদি ও এক মেয়ে উপস্থিত নেই। দ্রুত চিকিৎসার জন্য আনিসুর তাঁদের তিনজনকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সারারাত বাড়ির দুই স্ত্রী ও এক মেয়ে ফেরেনি।
মঙ্গলবার সকালে আনিসুরের বাবা ও মার জ্ঞান ফিরলে জানা যায় আসল কাহিনী। তাঁরা জানান, সোমবার সন্ধ্যায় আরিফ এসে বাড়ির দুই বৌকে কিছু একটা দিয়ে গিয়েছিল। এরপরেই দুই বৌ চা বানিয়ে তাঁদের দেয়। সেই চা খাওয়ার কিছুক্ষন পর থেকেই তাঁদের আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফিরলে দেখেন হাসপাতালের শয্যায় শুয়ে আছেন। তাঁরা জানতে পারেন বাড়ির দুই বৌ এক মেয়েকে নিয়ে চম্পট দিয়েছে। আর দেরি করেননি আনিসুর। সোজা থানায় গিয়ে পুলিশকে গোটা বিষয়টি জানান।
জানা গিয়েছে এবারই প্রথম নয়। এর আগেও একবার আরিফ মোল্লা বাড়ির দুই বৌকে নিয়ে পালিয়ে গিয়েছিল। আনিসুর জানিয়েছেন, এর আগে যখন তাঁর স্ত্রী ও তাঁর বৌদিকে নিয়ে আরিফ পালিয়ে যায় তখন বাড়ির ছোট বাচ্চাদের কথা ভেবে দুই বৌকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ আলাদা। চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাঁর বাবা, মা, দাদার দুই মেয়ে ও তাঁর এক মেয়েকে অচেতন করে বাড়ির দুই বৌকে নিয়ে পালায় আরিফ। ফলে আরিফকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই দাবি করেছেন আনিসুরের বাবা ও মা। তাঁদের কথায়, বাড়ির দুই বৌকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফুসলিয়ে নিয়ে গেল আরিফ।
জানা গিয়েছে আরিফ বিবাহিত এবং সন্তানের পিতা। তার স্ত্রী সোনিয়া মোল্লা জানান, তিনি নিজেও চান আরিফ ও তার সঙ্গে পালিয়ে যাওয়া দুই বৌয়ের দৃষ্টান্তমূলক শাস্তি। তাঁর কথায়, 'আমার নিজের একটা জীবন আছে। আমার বাচ্চাদেরও জীবন আছে। আমি বুঝতাম ওই দুই বৌয়ের সঙ্গে আরিফের সম্পর্ক আছে। শেষপর্যন্ত ওই দুই বৌকে একসঙ্গে নিয়ে পালিয়েছে আরিফ। তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমি সেটাই চাইব।' এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে আরিফের খোঁজ খবর।