অভিনব উদ্যোগ, বারাকপুরের এই স্কুলে চালু হল ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম...
আজকাল | ০৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অভিনব উদ্যোগ। নোনাচন্দনপুকুর উমাশশী হাই স্কুলে (উচ্চমাধ্যমিক ) উদ্বোধন হল মেডিক্যাল ইমার্জেন্সি ইনফরমেশন আইডি কার্ড ও ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর পুরসভার পুরপ্রধান মাননীয় শ্রী উত্তম দাস মহাশয়, মাননীয়া শ্রীমতী টুম্পা দত্ত পাল (এস আই অফ স্কুলস) (বারাকপুর সার্কেল ) ও অন্যান্য অতিথিবর্গ।
পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত সহশিক্ষামূলক এই বিদ্যালয়ে বাংলা ও ইংরেজি মাধ্যমে পাঠদান ছাড়াও বিবিধ সুযোগ সুবিধা রয়েছে। নবতম সংযোজন হল মেডিক্যাল ইমার্জেন্সি ইনফরমেশন আইডি কার্ড ও ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম। ছাত্রছাত্রীদের যোগাযোগের নম্বর সহ গুরত্বপূর্ণ নানা তথ্য সম্বলিত এই ডিজিটাল কার্ড। বারাকপুরে প্রথম উমাশশী স্কুলে এই ব্যবস্থা চালু হল। উদ্বোধনী বক্তব্যে পুরপ্রধান শ্রী উত্তম দাস মহাশয় এবং এস আই অফ স্কুলস শ্রীমতী টুম্পা দত্ত পাল বিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই ডিজিটাল অ্যাটেনডেন্স কার্ডের গুরুত্ব অভিভাবক অভিভাবিকাদের সামনে তুলে ধরেন।