• বড়সড় সিদ্ধান্ত নিলেন সার ব্যবসায়ীরা! চিন্তায় কৃষকরা
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ইউরিয়া বিক্রি বন্ধের পর এবার বড়সড় সিদ্ধান্ত নিলেন ময়নাগুড়ির সার ব্যবসায়ীরা। কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা যাবে না এমন সার তাঁরা বিক্রি করা বন্ধ করে দিয়েছেন। আজ, মঙ্গলবার এমনটাই জানালেন সার ব্যবসায়ী সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক সিদ্ধার্থ সরকার। তাঁর অভিযোগ, নিয়ম রয়েছে বিভিন্ন সার কোম্পানিগুলি ডিস্ট্রিবিউটারদের ঘরে সার পৌঁছে দেবে। কিন্তু সেই নিয়ম তারা না মেনে রেক পয়েন্টে সার পৌঁছে দিচ্ছে। রাঙাপানি, ফালাকাটা থেকে ব্যবসায়ীদের সেই সার আনতে হচ্ছে। এতে প্রচুর ভাড়া পড়ে যাচ্ছে। এক বস্তায় প্রায় ৬০ টাকা বাড়তি খরচ হচ্ছে। স্বাভাবিকভাবেই ইউরিয়ার পাশাপাশি অন্যান্য বেশ কিছু সার দোকানে এনে ন্যায্য মূল্যে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। মূলত সেই কারণেই ইউরিয়ার পাশাপাশি তাঁরা অন্যান্য বেশ কিছু সার বিক্রয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন পর্যন্ত কোম্পানিগুলি ডিস্ট্রিবিউটারদের ঘরে সার না পৌঁছে দেবে ততদিন পর্যন্ত ইউরিয়ার পাশাপাশি অন্যান্য বেশ কিছু সার তারা বিক্রি বন্ধ রাখবেন। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে ধানের চাপান দেওয়ার সময় চলে এসেছে। এই সবাই ইউরিয়া না পেয়ে কার্যত মাথায় হাত কৃষকদের। রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছন তাঁরা। তবে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ময়নাগুড়ির কৃষি দপ্তর।
  • Link to this news (বর্তমান)