নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, বুধবার থেকে বন্ধ হয়ে গেল মেট্রোর স্পেশাল নাইট সার্ভিস। সপ্তাহের সোমবার-শুক্রবার কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটে আপ-ডাউনে এই বিশেষ পরিষেবা চলত। এরপর কবি সুভাষ স্টেশনে বিপর্যয় হওয়ায় শহিদ ক্ষুদিরাম থেকে এই নাইট সার্ভিস চলত। সেটি আগামীকাল থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ, মঙ্গলবার কলকাতার মেট্রো যাত্রীরা শেষবারের জন্য এই বিশেষ পরিষেবা পাবেন। সূত্রের দাবি, শহিদ ক্ষুদিরামে মেট্রো রেক ঘোরানোর ব্যবস্থা নেই। ফলে গত এক মাস ধরে এই রুটে মেট্রো যাত্রায় সমস্যা হয়েছে বলে যাত্রীদের অভিযোগ। রেক ঘোরানোর পরিকাঠামো গড়া এখন কার্যত মেট্রো কর্তাদের প্রাথমিক চ্যালেঞ্জ। সেই কাজ করার জন্যই রাতের মেট্রো পরিষেবা আপাতত বন্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে নাইট সার্ভিস চালু করেছিল মেট্রো রেল। ২৪ জুন, ২০২৪-এ প্রথম পরিষেবা চালু হয়েছিল। তখন রাত ১১টায় দুই প্রান্ত থেকেই মেট্রো চলত। তবে যাত্রীর অভাবে ঠিক একমাস পর সময় এগিয়ে এনে সেটি রাত ১০টা ৪০ মিনিট করা হয়। তবে হঠাৎই এটি বন্ধ করে দেওয়ায় ফের বিষয়টি আদালতে গড়াতে পারে বলে আশঙ্কা মেট্রো কর্তাদের একাংশের।