• শিলিগুড়িতে গণেশ পুজোর ভাসান ঘিরে তৃণমূল নেত্রীর অশালীন আচরণ, দল থেকে ছাঁটাই
    দৈনিক স্টেটসম্যান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • গণেশ পুজোর ভাসান ঘিরে তৃণমূলের অন্দরে চরম অস্থিরতা। অভিযোগ, ভাসানের দিন অপ্রকৃতিস্থ অবস্থায় স্থানীয়দের সঙ্গে অশোভন আচরণ ও মারধরে জড়িয়ে পড়েন শিলিগুড়ি পুরনিগমের মহিলা মেয়র পারিষদ শ্রাবণী দত্ত। শেষ পর্যন্ত সরাসরি পদক্ষেপ নিল দল। মেয়র পারিষদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।

    সম্প্রতি গণেশ পুজোর ভাসান উপলক্ষে আশ্রমপাড়া এলাকার দু’টি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, স্থানীয়দের সঙ্গে শ্রাবণীর উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা চলছে। স্থানীয়দের অভিযোগ, ভাসানের দিন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং অশালীন ভাষা ব্যবহার করছিলেন। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুরনিগম ও তৃণমূল নেতৃত্ব।

    জানা গিয়েছে, মেয়র পারিষদ শ্রাবণী জন্ম-মৃত্যু, মিড-ডে মিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্বে ছিলেন। সেই পদ থেকে বহিষ্কারের পর শ্রাবণী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, শাখা অফিস ভেঙে দেওয়া হয়েছে। বহিরাগতরাই এই কাজ করেছে। আমি দলের কাছে ঘটনার তদন্তের আর্জি জানিয়েছিলাম। তবু দল যা সিদ্ধান্ত নিয়েছে, তা মেনে নিচ্ছি।’

    এদিকে পুরনিগম সূত্রে খবর, রবিবার রাতে দলের স্থানীয় কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রাবণী। অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে, বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এরপর সোমবার রাতে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়ে দেন, দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে শ্রাবণী দত্তকে পদ থেকে সরানো হয়েছে।

    মেয়র গৌতম দেব স্পষ্ট জানিয়েছেন, ‘এই ঘটনা একেবারেই অনভিপ্রেত। দলের সম্মান রক্ষার জন্যই তাঁকে সরানো হয়েছে। নতুন কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার দপ্তর আমার অধীনেই থাকবে।’

    পুরনিগমে এই পদক্ষেপে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে চাপা গুঞ্জন। দলীয় সূত্রে স্পষ্ট বার্তা গিয়েছে, যত বড় নেতাই হোন না কেন, অশোভন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)